সাকিবকে পেয়ে কলকাতা লিখল ‘স্বাগত ময়না’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রতি বছরই ব্যাট-বল হাতে আলো ছড়ান সাকিব আল হাসান। তবে নিষেধাজ্ঞার জন্য আইপিএলের গত মৌসুমে ছিলেন না এই অলরাউন্ডার। নিষেধাজ্ঞা থেকে ফিরে বাজিমাত সাকিবের।
আবার আইপিএলে ফিরেছেন নিজের পুরনো দল কলকাতা নাইট রাইডার্সে। ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে ভিড়িয়ে স্বাগত জানিয়েছে কেকেআর শিবির।
কলকাতা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘স্বাগত ময়না’। এই তারকা ক্রিকেটারের ডাক নাম ময়না। কেকেআর তাদের টুইটার পেজে বাংলায় লিখেছে, ‘আমাদের ময়না ঘরে ফিরে আসছে।’
— KolkataKnightRiders (@KKRiders) February 18, 2021
এক বছরের নিষেধাজ্ঞার জন্য ২০২০ আইপিএলে ছিলেন না সাকিব। সর্বশেষ ২০১৯ সালে আইপিএল খেলেছিলেন তিনি। ওই মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাত্র তিন ম্যাচে মাঠে নেমেছিলেন এই অলরাউন্ডার।
— KolkataKnightRiders (@KKRiders) February 18, 2021
আইপিএলের নিলামে সাকিব প্রথম নাম লেখান ২০০৯ আসরে। ওই আসরে তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো দল। ২০১১ আসরের আগে তাকে ৪ লাখ ২৫ হাজার ডলারে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। ২০১৪ আইপিএলের আগে কলকাতা তাকে ধরে রাখে ২ কোটি ৮০ লাখ রুপিতে। কলকাতার হয়ে ৭ মৌসুমে ৬ বার অংশ নেওয়ার পর ২০১৮ আইপিএলের আগে তাকে ২ কোটি রুপিতে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।
সাকিবের ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি। পাঞ্জাব কিংসও তাকে দলে নেওয়ার জন্য নিলামে ডাক তুলে। শেষ পর্যন্ত সাকিবকে দলে নিয়েছে কলকাতা।
আইপিএলে মোট ৬৩টি ম্যাচ খেলেছেন সাকিব। ৪৬টি ম্যাচে ব্যাটিং করার সুযোগ হয়েছে তার। ব্যাট হাতে করেছেন ৭৪৬ রান। স্ট্রাইকরেট ১২৬.৬৬। বল হাতে সাকিব ৬২ ইনিংসে শিকার করেছেন ৫৯টি উইকেট।
টিআইএস/এমএইচ/এটি