এমবাপেকে বিনামূল্যেই পেতে পারত আর্সেনাল

১৯ বছর বয়সেই জিতেছেন বিশ্বকাপ। কিলিয়ান এমবাপে আলোও ছড়িয়েছেন ওই আসরে। নিজের পারফরম্যান্সে দর্শকদের মুগ্ধ করছেন ক্লাব ফুটবলেও। প্যারিস সেইন্ট জার্মেই এর হয়ে গত বছরই পৌঁছে গিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগে জয়ের খুব কাছাকাছি।
শেষ পর্যন্ত বায়ার্ন মিউনিখের কাছে হেরে যাওয়ায় জেতা হয়নি সেটা। তবে চলতি মৌসুমেও দুর্দান্ত খেলছেন এমবাপে। সর্বশেষ বার্সেলোনার বিপক্ষে পিএসজির বড় জয়ে হ্যাটট্রিক করেছেন তিনি। সেই এমবাপেকে ফ্রিতেই পেতে পারত ইংলিশ ক্লাব আর্সেনাল, এমন দাবি ক্লাবটির সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গারের।
তিনি বলেন, ‘আমরা এমবাপের ব্যাপারে বলতে পারি। সে যখন মোনাকোর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবে কিনা এই ব্যাপারে দ্বিধায় ছিল, তখন আমি তার বাড়িতে ছিলাম। সে আর্সেনালে ফ্রিতে আসতে পারতো।’
তবে এটা নিয়ে খুব একটা আফসোস নেই ওয়েঙ্গারের। সব ক্লাবেরই এমন ইতিহাস থাকে বলে দাবি তার, ‘আমি বলবো, প্রত্যেকটা ক্লাবেরই এমন ইতিহাস থাকে। আপনি মিলানে যেতে পারেন, ম্যানচেস্টার, আর্সেনাল, চেলসি... সব ক্লাবেই এমন ইতিহাস পাবেন।’
কেবল এমবাপেই নন, বর্তমান সময়ের আরেক তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোও আর্সেনালের হয়ে খেলতে পারতো বলে দাবি ওয়েঙ্গার। দীর্ঘ ২২ বছর আর্সেনালের কোচের দায়িত্ব পালন করা ওয়েঙ্গার জানিয়েছেন কেন সেটি সম্ভব হয়নি।
তিনি বলেন, ‘রোনালদো আমাদের ক্লাবে যোগ দেওয়ার খুব কাছাকাছি ছিল। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য হলো কার্লোস কুইরোজ তখন ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলো। এবং এক সপ্তাহের মধ্যেই ফার্গুসনকে (স্যার অ্যালেক্স) রোনালদোকে কেনার ব্যাপারে রাজি করে ফেলল।’
এমএইচ