আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার আশা রোমাঞ্চিত সাকিবের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সাকিব আল হাসানকে ২০১১ সালে প্রথমবারের মতো দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর দলটির হয়ে দুই বার এই টুর্নামেন্টের শিরোপা জিতেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। মাঝে দুই মৌসুম সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলেছিলেন তিনি।
২০২১ সালের আইপিএলে আবারও কলকাতার হয়ে মাঠ মাতাবেন সাকিব। বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া নিলাম থেকে তিন কোটি বিশ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা। এরপর ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক ভিডিও বার্তায় সাকিব জানিয়েছেন আবারও চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি ফিরিয়ে আনার প্রত্যাশা।
তিনি বলেন, ‘সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি খুবই রোমাঞ্চিত এই বছর আবার কেকেআরের হয়ে খেলতে পারবো। তেমনই ফলাফল করতে চাই ২০১২ ও ২০১৪ তে যেমন করেছি, দুই দুটি চ্যাম্পিয়নশিপ আমরা একসঙ্গে জিতেছি। ঠিক ওই ফলাফল করার চেষ্টা করবো। খুবই উচ্ছ্বসিত আবার কেকেআরের হয়ে খেলতে পারবো এই জন্য। সবাইকে ধন্যবাদ।’
২০১৪ আইপিএলের আগে কলকাতা তাকে ধরে রাখে ২ কোটি ৮০ লাখ রুপিতে। কলকাতার হয়ে ৭ মৌসুমে ৬ বার অংশ নেওয়ার পর ২০১৮ আইপিএলের আগে তাকে ২ কোটি রুপিতে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।
আইপিএলে মোট ৬৩টি ম্যাচ খেলেছেন সাকিব। ৪৬টি ম্যাচে ব্যাটিং করার সুযোগ হয়েছে তার। ব্যাট হাতে করেছেন ৭৪৬ রান। স্ট্রাইকরেট ১২৬.৬৬। বল হাতে সাকিব ৬২ ইনিংসে শিকার করেছেন ৫৯টি উইকেট।
এমএইচ