রিয়ালেই থেকে গেলেন মদ্রিচ

চলতি মাস শেষ হতেই তিনি হয়ে যেতেন মুক্ত পাখি! ফ্রি এজেন্ট হয়ে যেতে লুকা মদ্রিচ। তবে তার আগেই চুক্তি সেরে নিলেন তিনি। অবশ্য স্প্যানিশ লা লিগা শিরোপা জেতার পরই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল তিনি থাকছেন মাদ্রিদেই। এবার আনুষ্ঠানিকতাই শেষ হয়েছে। রিয়াল মাদ্রিদের সঙ্গে আরও এক বছর চুক্তির করলেন মদ্রিচ।
২০২৩ সালের জুন পর্যন্ত সান্টিয়াগো বার্নাব্যুতেই থাকবেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষ।
গুঞ্জন ছিল মদ্রিচের বয়সের কারণেই। ৩৬ বছর বয়সী এই ফুটবলার চাইলেও রিয়াল তাকে রাখবে কীনা সেই সমীকরণও করছিলেন অনেকে। তবে ইউরোপের সফলতম দলটি দলের অন্যতম সেরা অস্ত্রকে রেখে দিয়েছে। কারণটাও সংগত। শেষ হওয়া মৌসুমে মাদ্রিদের দলটির স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মৌসুমে ৪৫ ম্যাচ খেলে তিন গোল ও ১২ অ্যাসিস্ট করেছেন তিনি।
সেই ২০১২ সালে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে নাম লেখান মদ্রিচ। এরপর বারবারই সাফল্য সঙ্গী হয়েছে। জিতেছেন ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা ট্রফি। ২০১৮ সালে ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’অর খেতাবও জেতেন তিনি।
এটি