জিকোর প্রশংসায় বাহরাইনের কোচ

বাহরাইন বাংলাদেশকে আরো বড় ব্যবধানে হারাতে পারত। বাংলাদেশর গোলরক্ষক জিকোর জন্য স্কোরলাইনটা ০-২ তে সীমাবদ্ধ ছিল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাহরাইনের পর্তুগিজ কোচ হেলিও ফিলিপ সাউসার মুখে তাই জিকো বন্দনাই ছিল বেশি।
ম্যাচের আগের দিন সেভাবে না বললেও খেলা শেষে বাংলাদেশ সম্পর্কে যথেষ্ট পর্যবেক্ষণ প্রকাশ করলেন বাহরাইনের কোচ,‘ বাংলাদেশ কর্নার ও লম্বা থ্রোতে ভালো। তাই আমাদের পরিকল্পনা ছিল কর্নার হতে না দেয়া। বাংলাদেশ কোনো কর্নার পায়নি’। এরপরই জিকোকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি, ‘বাংলাদেশের গোলরক্ষক অত্যন্ত ভালো। বিগত ম্যাচগুলোতে তিনি ভালো খেলেছেন। আজকেও তিনি অসাধারণ খেলেছেন।’ মূলত জিকোই বাংলাদেশের দেয়াল হিসেবে দাড়িয়ে ছিলেন।
বাংলাদেশের স্প্যানিশ কোচ আনিসুর রহমান জিকোর প্রশংসা সরাসরি না করলেও পরোক্ষভাবে করেছেন,‘আমার খেলোয়াড়দের দলীয় খেলায় আমি সন্তুষ্ট। জিকো দলের অন্যতম খেলোয়াড়, সেও এর অংশ।’
ম্যাচের আগে বাংলাদেশ দলের কোচ-অধিনায়ক পয়েন্ট অর্জনের কথা বলেছিলেন বাহরাইনের বিপক্ষে। মাঠে নেমে ৯৯ ধাপ র্যাংকিংয়ে এগিয়ে থাকা দলের সঙ্গে কতটা কঠিন সেটা টের পেয়েছেন জামালরা। তাই এখন ০-২ গোলে হেরেও সন্তুষ্টির ঢেকুর অনেকের মুখে। আর ম্যাচে প্রাপ্তি জিকোর অসাধারণ পারফরম্যান্স।
এজেড/এটি