বিপিএল ফুটবলের সূচি বাড়ল আরও তিন রাউন্ড

চলমান বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের (বিপিএল) সূচি ছিল ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ হওয়ার কথা ছিল ১ মার্চ থেকে। করোনাভাইরাসের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিদেশি দল আনতে না পারায় বঙ্গবন্ধু গোল্ডকাপ হচ্ছে না। বঙ্গবন্ধু গোল্ডকাপ না হওয়ায় বাফুফে চলমান লিগের আরো তিন রাউন্ডের সূচি প্রকাশ করেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগ (পর্ব) শেষ হচ্ছে ৭ মার্চ। ২৪ ফেব্রুয়ারি থেকে ১১তম রাউন্ডের খেলা শুরু হচ্ছে। দুই পর্ব মিলিয়ে প্রতিটি দল ২৪টি করে ম্যাচ খেলবে। প্রতি পর্বে প্রত্যেক দলের ১২টি করে ম্যাচ।
২৩ ফেব্রুয়ারি এএফসি বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ২৫ মার্চ যদি ম্যাচটি হয়, সেক্ষেত্রে ৭ মার্চের পর থেকেই জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। আর যদি ম্যাচটি জুনে পিছিয়ে যায়, সেক্ষেত্রে মার্চের শেষ সপ্তাহে ফিফা প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে বাফুফের। আফগানিস্তান ম্যাচ এবং ফিফা প্রীতি ম্যাচ কোনোটাই না হলে মধ্যবর্তী দলবদলের জন্য কিছু দিন বিরতি দিয়ে দ্বিতীয় লেগের খেলা শুরু হবে।
নবম রাউন্ড শেষে বসুন্ধরা কিংস নয় ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে। সমান ম্যাচে ঢাকা আবাহনী ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে। শেখ জামাল এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে। আট ম্যাচে এখনো কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি আরামবাগ ক্রীড়া সংঘ। সমান ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন এক পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম অবস্থানে।
আগামীকাল শনিবার থেকে শুরু হবে দশম রাউন্ড। দশম রাউন্ডের প্রথম দিনেই দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংস লড়বে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একই দিন সন্ধ্যায় ঢাকা আবাহনী লড়বে শেখ রাসেলের বিপক্ষে।
এজেড/টিআইএস