৩৭২ মিনিট পর গোল জামালদের

বাংলাদেশ জাতীয় ফুটবল দল কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে প্রথম গোলের দেখা পেয়েছে। বিগত চার ম্যাচে বাংলাদেশ এই কোচের অধীনে কোনো গোল পায়নি। বিগত ৩৬০ মিনিট বাংলাদেশ গোলশূন্য ছিল।
আজ শনিবার এশিয়া কাপ বাছাইয়ে দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচের ১২ মিনিটে গোল পায় বাংলাদেশ। বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রোতে বক্সের মধ্যে হেড করেন রাকিব হোসেন। রাকিবের হেড তুর্কমেনিস্তানের গোলরক্ষক বলে হাত লাগান। সেই বল গোললাইন প্রবেশের মুখে ইব্রাহিম হেডে বল জালে পাঠান। তুর্কমেনিস্তানের ডিফেন্ডার তাকে বাঁধা দিলেও ইব্রাহিম শেষ পর্যন্ত সফল হয়ে ম্যাচে সমতা আনেন৷
বাংলাদেশ ম্যাচে সমতা আনার পর আক্রমণ বাড়ায়। আরো কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করেছিল বাংলাদেশ। ফিনিশিং দুর্বলতার জন্য ব্যবধান বাড়েনি৷ ৩৫ মিনিটে বিশ্বনাথের লম্বা থ্রো থেকে আবার গোলের সুযোগ তৈরি হয়েছিল৷ ইয়াসিন আরাফাত গোলমুখের সামনে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন।
৭ মিনিটে বাংলাদেশ ম্যাচে পিছিয়ে পড়ে। কর্ণার থেকে বক্সের মধ্যে জটলার মধ্যে গোল করেন আন্নাদুয়েভ৷ টানা তৃতীয় কর্ণার থেকে সফল হয় তুর্কমেনিস্তান। এর আগে দ্বিতীয় মিনিটে গোলের সুযোগ পেয়েছিল মধ্য এশিয়ার দলটি৷
ম্যাচটি প্রথমার্ধে ১-১ গোলে সমতা রয়েছে। এই স্কোরলাইন দ্বিতীয়ার্ধে থাকলে বাংলাদেশের জয়ের সমান এক ড্র পাবে।
এজেড/এইচএমএ/এটি