ডিআরইউ কল ব্রিজে চ্যাম্পিয়ন দীপন, রানার আপ তানভীর

ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসবে আজ ছিল কল ব্রিজ ইভেন্ট। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কল ব্রিজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ডেইলি স্টারের দীপন নন্দী ও রানার আপ ঢাকা মেইলের তানভীর আহমেদ। তৃতীয় স্থান অর্জন করেছেন ভোরের আকাশের মাহমুদুন্নবী চঞ্চল।
২৫ জন ডিআরইউ সদস্য কল ব্রিজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। গ্রুপ ভিত্তিতে এ প্রতিযোগিতার খেলাগুলো পরিচালনা করেন ডিআরইউ সদস্য মোশকায়েত মাশরেক । কলব্রীজের ফাইনাল উপভোগ করেন ডিআরইউ সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।
ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সার্বিক পরিচালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহমুদুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, কার্যনির্বাহী সদস্য সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা, ক্রীড়া উপ-কমিটির সদস্য তারিকুল ইসলাম মাসুম, সাঈদ শিপন, আরাফাত জোবায়ের ও জোতির্ময় মন্ডল। ১৪ জুন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অকশন ব্রিজ অনুষ্ঠিত হবে।
এজেড/এইচএমএ