পেনাল্টিতে ‘ফিক্সিং’ লিগে টিকল ওয়ান্ডারার্স, নামল ফরাশগঞ্জ

চ্যাম্পিয়নশীপ লিগ এবার ফিক্সিং ইস্যুতে বেশি আলোচনায় ছিল। ফুটবলাঙ্গনে অনেকে এই লিগের নাম দিয়েছে ‘ ফিক্সিং’ লিগ। সেই লিগে টিকে গেল ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা ওয়ান্ডারার্স। আজ বীরশ্রেষ্ঠ শহীদ কমলাপুর স্টেডিয়ামে দেশের সবচেয়ে প্রাচীন ক্লাব ওয়ারীকে ২-১ গোলে হারিয়েছে।
এই জয়ে ২২ ম্যাচে ওয়ান্ডারার্স ২৫ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোন থেকে মুক্ত হয়েছে। এই ম্যাচে ড্র করলেও রেলিগেশনে পড়ার সুযোগ ছিল ওয়ান্ডারার্সের। আগামীকাল ফরাশগঞ্জ নিজেদের শেষ ম্যাচে জিতলে দুই দলের পয়েন্ট সমান হতো। সেক্ষেত্রে রেলিগেশন এড়ানোর জন্য প্লে অফ খেলতে হতো। ওয়ান্ডারার্স আজ জেতায় ফরাশগঞ্জের এক ম্যাচ আগেই রেলিগেশন নিশ্চিত হয়েছে।
বাইলজ অনুযায়ী চ্যাম্পিয়নশীপ লিগের সর্বনিম্ন দুই দল সিনিয়র ডিভিশনে অবনমিত হবে। কাওরান বাজার অনেক আগেই রেলিগেশনে পড়েছে। ফরাশগঞ্জের সুযোগ ছিল এড়ানোর কিন্তু আজ ওয়ারীর হারে আরেক ধাপ নিচে নেমে যেতে হচ্ছে পুরান ঢাকার ক্লাবটির।
চ্যাম্পিয়নশীপ লিগের অবস্থা এমনই হয়েছে প্রতিটি ম্যাচ নিয়েই থাকে কানাঘুষা। আজকের ম্যাচ নিয়েও ফুটবলাঙ্গনে কিছুটা ফিসফাস ছিল। ২৪ মিনিটে শাফিনের গোলে ওয়ারী লিড নিয়েছিল। হাফিজের গোলে ৪১ মিনিটে ম্যাচে সমতা আনে। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে জয়ের পাশাপাশি ওয়ান্ডারার্সকে অবনমন থেকে রক্ষা করেন মুরাদ। এই পেনাল্টি নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে অনেকের। এই পেনাল্টি একটি দলকে টিকে থাকতে ও আরেকটি দলকে অবনমনের নির্ধারক হিসেবে কাজ করল।
এবারের লিগে অনেক ক্লাবের উপর ফিক্সিং খড়গ। টেবিলের সর্বনিম্ন দুই দল কাওরান বাজার প্রগতি সংঘ এবং ফরাশগঞ্জও বাফুফের পাতানো খেলার তদন্তের মধ্যে রয়েছে। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা আজমপুরের উপর অভিযোগ সবচেয়ে গুরুতর। আগামীকাল চ্যাম্পিয়নশীপ লিগে মাঠের খেলা শেষ হবে। তবে এই লিগ থেকে শেষ পর্যন্ত কোন দলগুলো অবনমিত এবং রানার্স আপ হিসেবে প্রিমিয়ারে খেলবে সেটার জন্য অপেক্ষা করতে হবে।
এজেড/এইচএমএ