রেফারিং নিয়ে বৈঠক মঙ্গলবার

দেশের শীর্ষ রেফারি-সহকারী রেফারিরা আন্দোলনের মধ্যে রয়েছেন। চলমান সংকট নিরসনে বাফুফের রেফারিজ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী ও বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি বীর বাহাদুরের মধ্যে আগামীকাল (মঙ্গলবার) বৈঠক হওয়ার কথা রয়েছে।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ রেফারিদের সংকট প্রসঙ্গে ফেডারেশনের অগ্রগতি সম্পর্কে বলেন, রেফারিদের বিষয় আমরা কাজ করছি। কাল একটি বৈঠক হবে (সালাম মুর্শেদী ও বীর বাহাদুরের মধ্যকার)। সেই বৈঠক হওয়ার পর এ বিষয়ে নির্দেশনা পাওয়া যাবে৷
রেফারি সংক্রান্ত এ গুরুত্বপূর্ণ বৈঠক ফুটবল ফেডারেশনে নয়, জাতীয় সংসদে হওয়ার সম্ভাবনা রয়েছে। বীর বাহাদুর ও সালাম মুর্শেদী দুজনই জাতীয় সংসদ সদস্য। অধিবেশনের এক ফাঁকে তারা এ বৈঠক করতে পারেন।
সম্মানী বৃদ্ধি, বকেয়া পরিশোধসহ কয়েকটি বিষয়ে রেফারিরা ম্যাচ পরিচালনা করতে অস্বীকৃতি জানান৷ ৫ জুন বাফুফে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১০ কর্মদিবসের মধ্যে রেফারিদের সমস্যা সমাধানের অঙ্গীকার করে। আজ (সোমবার) সপ্তম কর্মদিবস চলছে।
এদিকে আজ বাফুফে ভবনে দেশের নানা প্রান্তে থেকে আসা ৩৯ জনকে নিয়ে শুরু হয়েছে রেফারিজ কোর্স৷ নতুন এ রেফারিদের প্রশিক্ষণ দিচ্ছেন বাফুফের হেড অব রেফারিজ আজাদ রহমান, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান ও সুজিত ব্যানার্জী চন্দন। এ কোর্সের উদ্বোধন করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
এজেড