ডিআরইউ অকশন ব্রিজে চ্যাম্পিয়ন এমরান-শিপন জুটি

ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসবে আজ ছিল অকশনব্রিজ ডিসিপ্লিন অনুষ্ঠিত হয়েছে। অকশনব্রিজে চ্যাম্পিয়ন হয়েছেন এমরান হোসেন (বাংলা ট্রিবিউন) ও সাঈদ শিপন (জাগোনিউজ) জুটি।
আজ মঙ্গলবার ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত এই ইভেন্টে রানার্স আপ হয়েছেন তারিকুল ইসলাম মাসুম (চ্যানেল আই) ও তারেক সালমান (আজকালের খবর) জুটি। তৃতীয় স্থান অর্জন করেছেন মাইনুল হাসান সোহেল (ইনকিলাব) ও আবু হোরায়রা তামিম (একুশে টিভি) জুটি। ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সার্বিক পরিচালনায় এই ইভেন্ট অনুষ্ঠিত হয়।
১৬ জুন বৃহস্পতিবার ডিআরইউতে নারী সদস্যদের লুডু ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর আগে দাবা, কলব্রিজ ডিসিপ্লিন সমাপ্ত হয়েছে।
এজেড/এনইউ