এরিকসেনকে ফ্রিতে দলে ভেড়াতে চাইছে ম্যানইউ

ক্রিশ্চিয়ান এরিকসেনের হার্ট অ্যাটাক গোটা বিশ্বের ফুটবল ভক্তদের হৃৎস্পন্দনই রুখে দিয়েছিল, তার এক বছর পূরণ হয়েছে গতকাল। এরপর থেকে তার জীবনটাই বদলে গেছে। শারীরিক জটিলতার কারণে ইন্টার মিলানের সঙ্গে চুক্তি বাতিল, এরপর ব্রেন্টফোর্ডের হয়ে প্রিমিয়ার লিগে ফেরা। সেই ক্রিশ্চিয়ান এরিকসেনকেই এবার ফ্রিতে দলে টানতে চাইছে ম্যানচেস্টার ইউনাইটেড।
সবশেষ শীতকালীন দলবদলে ব্রেন্টফোর্ডের হয়ে তিনি ইংলিশ ফুটবলে ফেরেন। এরপর ১১ ম্যাচে তিনি খেলেছেন ৯৩৮ মিনিট। তাকে নিয়ে খেলা ম্যাচগুলোর সাতটিতেই জিতেছে প্রিমিয়ার লিগে গেল মৌসুমে উঠে আসা দলটি।
এরিকসেন নিজেও পারফর্ম করেছেন বেশ। প্রথম ম্যাচেই করেছিলেন গোল। এরপর আরও চার গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। তার দল ব্রেন্টফোর্ড যে প্রিমিয়ার লিগে ১৩তম অবস্থানে থেকে শেষ করেছে, তাতে বড় অবদান ছিল তার। তাতেই তিনি জানান দিয়েছেন, এখনই ফুরিয়ে যাচ্ছেন না তিনি।
প্রিমিয়ার লিগে ফিরে তার এমন পারফর্ম্যান্সের ফলেই ইউনাইটেড দলে ভেড়াতে চাইছে তাকে। দ্য অ্যাথলেটিকের প্রতিবেদক ডেভিড অরস্টেইন জানাচ্ছেন, ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে ভেড়াতে ইতোমধ্যেই প্রস্তাব দিয়েছে ম্যানইউ। যদিও ইউনাইটেড কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে।
চলতি গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনার ফ্রেঙ্কি ডি ইয়ংকেও দলে ভেড়াতে চাইছে দলটি। তবে স্প্যানিশ দলটির অর্থনৈতিক জটিলতার বিষয়েও ভালোই জানে ইউনাইটেড। সেটা আমলে নিয়েই বার্সার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ক্লাবটি। যদি কোনো কারণে সে আলোচনা আলোর মুখ না দেখে, সেক্ষেত্রেও বিকল্প পরিকল্পনা করে রেখেছে ক্লাবটি। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ইউনাইটেড দলে ভেড়াতে চায় এরিকসেনকে।
ওয়েস্ট লন্ডনের ক্লাব ব্রেন্টফোর্ড অবশ্য তার সঙ্গে ছয় মাসের চুক্তিটা বাড়িয়ে অন্তত এক বছর করে নেওয়ার আগ্রহ দেখিয়েছে। তবে গেল মাসে এরিকসেন নিজেই জানিয়েছেন, বেশ কয়েকটা ক্লাবের প্রস্তাব আছে তার হাতে, সেসব চুক্তি পর্যালোচনা করে দেখছেন তিনি।
সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স লিগে খেলার অভিপ্রায়ের কথা। বলেছিলেন, ‘আবারও চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারলে ভালোই লাগবে আমার। আমি জানি সেখানে খেলাটা কত মজার, তবে সেটা হতেই হবে বিষয়টা এমন নয়।’
র্যালফ র্যাংনিকের অধীনে গেল মৌসুমটা ইউনাইটেড শেষ করেছে ৬ষ্ঠ অবস্থানে থেকে। যার ফলে ইউনাইটেডে গেলে এরিকসেনকে খেলতে হবে ইউরোপা লিগ। ডাচ এই মিডফিল্ডারের ইউনাইটেডে যোগ দেওয়ার ক্ষেত্রে এটা একটা প্রতিবন্ধকতা তৈরি করার সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এনইউ