দ্বিতীয়ধাপে করোনার টিকা নিচ্ছেন ক্রিকেটাররা

গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) করোনাভাইরাসের টিকা নেওয়ার কথা ছিল বাংলাদেশ দলের ক্রিকেটারদের। তবে সেদিন অনেকেই উপস্থিত ছিলেন না। এজন্য বাকি থাকা ক্রিকেটাররা আজ শনিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোভিড-১৯ প্রতিরোধক টিকা নিবেন।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে এবার মিশন নিউজিল্যান্ড সফর। ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য গত শুক্রবার ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী আগামী ২৩ ফেব্রুয়ারি দেশ ছাড়ার কথা আছে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমদের।
নিউজিল্যান্ডগামী বিমান ধরার আগে ক্রিকেটারদের স্বাস্থ্যসুরক্ষায় চোখ বিসিবির। করোনাভাইরাস থেকে মুক্ত রাখতে খেলোয়াড়, কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট এবং টিম বয়দের টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে। শুরুতে অবশ্য সবাই পাচ্ছেন না এই সুরক্ষা টিকা। নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গী হচ্ছেন যারা, শুরুতে তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এরই মধ্যে গত ১৮ ফেব্রুয়ারি টিকা নিয়েছেন ৬ ক্রিকেটার। তারা হলেন, বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল, অলরাউন্ডার সৌম্য সরকার, নাঈম শেখ, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। সাথে টিকা নিয়েছেন বোর্ড পরিচালক জালাল ইউনুস, মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
টিকা নিয়েছেন বিদেশি কোচিং স্টাফের সকল সদস্য। টিকার আওতায় এসেছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ব্যাটিং পরামর্শক জন লুইস, ফিল্ডিং কোচ রায়ান কুক, ফিজিও জুলিয়ান ক্যালফেতো ও ট্রেনার নিক লি।
তবে বৃহস্পতিবার অনেকেই ঢাকায় উপস্থিত ছিলেন না। তাদের জন্য শনিবার টিকা নেওয়ার ব্যবস্থা রেখেছে বিসিবি। যারা গত ১৮ ফেব্রুয়ারি টিকার আওতায় আসেননি, আজ (২০ ফেব্রুয়ারি) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিবেন তারা।
টিআইএস/এনইউ