অবশেষে পয়েন্ট পেল আরামবাগ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের নবম ম্যাচে এসে প্রথম পয়েন্ট পেল আরামবাগ ক্রীড়া সংঘ। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে তারা ৪-৪ গোলে স্বাগতিক উত্তর বারিধারার সঙ্গে ড্র করেছে। এই ড্রয়ে প্রথম পয়েন্ট পেয়েছে আরামবাগ। ব্রাদার্স ইউনিয়নের পয়েন্টও সমান, তবে এক ম্যাচ কম খেলেছে তারা। উত্তর বারিধারা নয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের এগারো নম্বরে।
উত্তর বারিধারা ও আরামবাগ ম্যাচটি প্রতিদ্বন্দীতাপূর্ণ ছিল। ম্যাচের ১৩ মিনিটে ক্রিস্টোফার চিজোবা আরামবাগকে এগিয়ে নেন। দুই মিনিট পর আরিফ হোসেন গোল করে বারিধারাকে সমতা এনে দেন। ২২ মিনিটে চিজোবা ও ৪০ মিনিটে নিহাত জামানের গোলে আরামবাগ ৩-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে ৬ মিনিটের মধ্যে তিন গোল করে বারিধারা চমক দেখায়। ৫২ ও ৫৬ মিনিটে লক্ষ্যভেদ করেন অধিনায়ক সুমন রেজা। ৫৮ মিনিটে গোল করেন সুজন বিশ্বাস। ৮০ মিনিটে অবশ্য মিশরের ডিফেন্ডার মাহমুদ সায়েদ গোলে করে ম্যাচে সমতা আনেন।
ব্রাজিলিয়ান কোচ ডগলাস সিলভা দায়িত্ব নেওয়ার তৃতীয় ম্যাচে পয়েন্টের দেখা পেল আরামবাগ ক্রীড়া সংঘ। বারিধারা নিজেদের হোম ভেন্যু টঙ্গীতে করা ড্র ম্যাচগুলো অবশ্য হাই স্কোরিং। এর আগে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল।
এজেড/এমএইচ