পাঁচ বছর পর ভিন্ন বাংলাদেশে অবাক মালয়েশিয়া

২০১৭ সালে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ অনুর্ধ্ব ১৬ দল ২-১ গোলে হেরেছিল। পাঁচ বছর পর বাংলাদেশ জাতীয় দল মালয়েশিয়া দলকে ৬-০ গোলে হারিয়েছে। এত বড় ব্যবধানে হেরে মালয়েশিয়ার কোচ জ্যাকব জোসেফ বিস্ময় প্রকাশ করেছেন।
বাংলাদেশের নারী ফুটবল যে গত পাঁচ বছরে পরিবর্তন হয়েছে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জ্যাকব সেটাই বললেন, ‘বাংলাদেশের প্রস্তুতি অনেক ভাল ছিল। এর আগে অনুর্ধ্ব-১৯ দলের খেলা দেখেছিলাম ভারতের বিপক্ষে। বাংলাদেশ দল খুব ভাল দল। ২০১৭ সালে আমরা তাদেরকে হারিয়েছিলাম কিন্তু মাঝে পেরিয়ে গেছে ৫ বছর। এখন ভিন্ন অবস্থা তৈরি হয়েছে।’
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে আলোচনায় ছিল র্যাঙ্কিং। ৬১ ধাপ এগিয়ে থাকলেও মালয়েশিয়াকে মাঠে সেভাবে পাওয়া যায়নি। এর কারণ সম্পর্কে মালয়েশিয়ান কোচ বলেন, ‘মাত্র আট দিন আগে অনুশীলন শুরু করেছি। বাংলাদেশ দলের বেশ ভাল প্রস্তুতি দেখেছি। এখানে এসেছি আমার দলের মেয়েদের পরীক্ষা করতে, যেহেতু মাত্র ৮দিন আগে অনুশীলন শুরু করেছি সেহেতু আমি বেশি কিছু করতে পারব না। এএফএফ এর টুর্নামেন্টের জন্য এই দুটি ম্যাচ খেলতে এসেছি। আমার দলের অধিকাংশই প্রস্তুত নয় তাই এই চার-পাচ দিনে তাদের ফিটনেস দেখছি।’
পরবর্তী ম্যাচে তিনি রক্ষণভাগ নিয়ে বিশেষ কাজ করতে চান, ‘আজ আমার রক্ষণভাগ টোটালি গন (মানে একদম শেষ)। অধিকাংশ খেলোয়াড় প্রথমবার এত বড় মাঠে এত দর্শকের সামনে খেলেছে তাই তারা আতঙ্কিত ছিল কিছুটা। আশা করছি পরবর্তী ম্যাচে রিকভার করতে পারব। এই ধরণের ম্যাচে আরও ভাল করতে হবে। মাঠ অনেক শক্ত, আমি ভিন্ন মাঠে অনুশীলন করিয়েছি।’
এজেড/এইচএমএ