চার ম্যাচ পর ড্র চেলসির, ছয় ম্যাচ পর হারের বৃত্ত ভাঙল সাউদাম্পটন

ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে সরিয়ে চেলসির দায়িত্ব দেওয়া হয়েছিল টমাস টুখেলকে। তার অধীনে সর্বশেষ চার ম্যাচেই জিতেছিল চেলসি। তবে শনিবার রাতে সাউদাম্পটনের বিপক্ষে হোঁচট খেয়েছে তারা। নিজেদের মাঠে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করে ছয় ম্যাচ পর হারের বৃত্ত থেকে বের হয়েছে সাউদাম্পটন।
এর আগে গত অক্টোবরে সর্বশেষ দেখায়ও ড্র করেছিল দুই দল। সেবার ব্যবধান ছিল ৩-৩। শনিবার ম্যাচের ছয় মিনিটের সময় প্রথম বড় সুযোগ পায় চেলসি। ডি-বক্সে ভালো জায়গায় বল পেয়েছেন মার্কোস আলোনসো। কিন্তু বল পোস্টের বাইরে দিয়ে মারেন এই স্প্যানিশ ডিফেন্ডার।
ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করা চেলসি ম্যাচের ৩৩তম মিনিটে স্রোতের বিপরীতে গোল খেয়ে বসে। প্রথমবার আক্রমণেই গোল করে ফেলে সাউদাম্পটন। ন্যাথান রেডমন্ডের কাছ থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান মিনামিনো।
এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় টুখেল শিষ্যরা। ৫৪তম মিনিটে পেনাল্টি পায় দলটি। চেলসির মিডফিল্ডার মাউন্টকে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে বল জালে জড়ান মাউন্ট।
ম্যাচের বাকিসময়ে বেশ কয়েকটি সুযোগ পেলেও কখনো ক্রসবার আবার কখনো নিজেদের ভুলে গোল পাওয়া হয়নি চেলসির। ১-১ গোলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় সফরকারীদের।
২৫ ম্যাচে ১২ জয় ও সাত ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে ইংলিশ লিগে চতুর্থ স্থানে আছে চেলসি। এক ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে সাউথ্যাম্পটন। ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। সমান ৪৬ পয়েন্ট করে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দুইয়ে ও লেস্টার সিটি তিনে আছে।
এমএইচ