দুই সেশন পর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট

খবরটি ক্রিকেট সমর্থকদের জন্য স্বস্তির হলেও বাংলাদেশের ক্রিকেটের জন্য একেবারেই সেটি নয়। সেন্ট লুসিয়া টেস্টের চতুর্থ দিনের প্রথম দুই সেশন বৃষ্টি আর ভেজা উইকেটের কারণে পণ্ড হওয়ার পর অবশেষে খেলা শুরুর সময় জানা গেছে।
স্থানীয় সময় ভোর থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ে খেলা শুরু হতে দেরি হয়। পরে ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামের মূল উইকেট ভিজে যাওয়ায় প্রথম দুই সেশনে কোনো বলই মাঠে গড়ায়নি। এর মধ্যে কয়েক দফা পর্যবেক্ষণের পর ম্যাচ অফিশিয়ালদের সবশেষ সিদ্ধান্তে জানা গেছে, স্থানীয় সময় দুপুর ৩টায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচ শুরু হবে।
বৃষ্টি আবার বাগড়া না দিলে তৃতীয় ও শেষ সেশনের পুরোটা সময় খেলা হবে। যেখানে অতিরিক্ত কিছু সময় যোগ করে সবমিলিয়ে ৩৮ ওভার খেলা হবে বলে জানা গেছে।
তবে ম্যাচে বাংলাদেশের যে অবস্থান, তাতে ম্যাচ শেষ হতে এই সময় না লাগার সম্ভাবনাই বেশি। প্রথম ইনিংসে স্কোর বোর্ডে ২৩৪ রানে গুটিয়ে যায় টাইগাররা। পরে উইন্ডিজের প্রথম ইনিংস থামে ৪০৮ রানে। এতে ১৭৪ রানের লিড পায় ক্যারিবিয়রা। এ লিড শোধ দিতে গিয়ে ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে ধুকছে সফরকারী শিবির। মাথার ওপর এখনো ৪২ রানের লিড, হাতে মোটে ৪ উইকেট।
টিআইএস/আইএসএইচ