মুন্সীগঞ্জে রহমতগঞ্জের গোল বন্যা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৮তম রাউন্ডে আজ সোমবার ছিল দুটি ম্যাচ। রেলিগেশন জোনের লড়াই ছিল দুই ম্যাচে। রহমতগঞ্জ ৭-১ গোলে মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়েছে । চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে এটি কোনো দলের সর্বোচ্চ গোল দেয়ার রেকর্ড। অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশ স্বাধীনতা সংঘকে ১-০ গোলে হারিয়েছে।
রহমতগন্জ আজকের জয়ে রেলিগেশন জোন সাময়িক সময়ের জন্য এড়িয়েছে। ১৮ ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট ১৪। পয়েন্ট টেবিলে পুরান ঢাকার ক্লাবের অবস্থান ৯ নম্বরে। এই হারে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ১১ নম্বর অবস্থানে।
রহমতগঞ্জ আজ সোমবার গোলবন্যায় ভাসিয়েছে মুক্তিযোদ্ধা সংসদকে। ম্যাচটি হওয়ার কথা ছিল রহমতগঞ্জের ভেন্যু সিলেটে। বৃষ্টি ও বন্যায় সিলেট জেলা স্টেডিয়ামের পরিবর্তে আজকের ম্যাচটি হয় মুন্সীগন্জে। বন্যার জন্য ভেন্যু বদল হলেও গোলবন্যা বয়েছে ঠিকই! সাত গোলের মধ্যে সানডে চিজোবা ও ফিলিপ আজহা জোড়া গোল করেছেন৷ ম্যাচের প্রথমার্ধে রহমতগঞ্জ ২-১ গোলে এগিয়ে ছিল। ২৫ মিনিটে ফিলিপ আজহা গোলের সুচনা করেন। ৩৭ মিনিটে সানডে ব্যবধান দ্বিগুণ করেন। মুক্তিযোদ্ধার নবাব প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল করে দলকে ম্যাচে রাখেন৷
দ্বিতীয়ার্ধে ম্যাচটি একপেশে হয়েছে। ৬৯ মিনিটে আল আমিন গোল করেন৷ ৮০ থেকে ইনজুরি সময়ে রহমতগঞ্জ চারটি গোল করে। ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পুরান ঢাকার ক্লাবটি।
দিনের আরেক ম্যাচে বাংলাদেশ পুলিশ ১-০ গোলে স্বাধীনতা ক্রীড়া সংঘকে হারিয়েছে। এই হারে ১৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সবার তলানিতে নবাগত দলটি। বাংলাদেশ পুলিশ আজকের জয়ে পুলিশ ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে। পুলিশের আফগান ফুটবলার আমির উদ্দিন শরীফ ৭১ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র জয়সূচক গোল করেছেন।
এজেড/এটি