জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে সেনাবাহিনী চ্যাম্পিয়ন

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সেনাবাহিনী ৪-২ গোলে চট্টগ্রাম জেলা ফুটবল দলকে পরাজিত করেছে।
ম্যাচের প্রথমার্ধেই সেনাবাহিনীর জয় নিশ্চিত হয়। ৬ মিনিটে ইমতিয়াজের গোলে লিড নেয় সেনাবাহিনী। ২৬ মিনিটে ইমরান ব্যবধান দ্বিগুণ করেন। চট্টগ্রাম জেলার বোরহান ৩৬ মিনিটে ব্যবধান কমান। স্কোর লাইন ২-১ হওয়ার দুই মিনিট পরই আবার ব্যবধান বাড়ায় সেনাবাহিনী। সোহাফের গোলে লিড ৩-১ হয়।
দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মধ্যে দুটি পেনাল্টি হয়। ৪৮ মিনিটে পেনাল্টি থেকে চট্টগ্রাম জেলার ওমর গোল করেন। ওমরের গোলের দুই মিনিট পরই সেনাবাহিনীর মামুনও পেনাল্টি থেকে গোল করেন। শেষ পর্যন্ত এই ৪-২ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ।
এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে ট্রফি ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে সেরার পুরস্কার দেওয়া হয়েছে। সেরা রেফারি নির্বাচিত হয়েছেন সাইফ দোহা, সেনাবাহিনীর ইমাম হোসেন সেরা কোচ, সেরা গোলরক্ষক হয়েছেন চট্টগ্রাম জেলার উত্তম বড়ূয়া। সেরা গোলরক্ষক চট্টগ্রাম জেলার হলেও সর্বোচ্চ গোলদাতা সেনাবাহিনীর ইমতিয়াজ রায়হান। ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা ইমতিয়াজই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন। রানার্স আপ দুই ও চ্যাম্পিয়ন দল তিন লাখ টাকা অর্থ পুরস্কার পেয়েছে। বাফুফের সিনিয়র সদস্য ও কম্পিটিশিন কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদসহ সংশ্লিষ্ট আরো অনেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।
এজেড/এসকেডি