উইকেট নিয়ে এত কথায় বিরক্ত রোহিত

ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে প্রথম টেস্টে ধরাশায়ী হয়েছিল ভারত। ম্যাচ হেরেছিল ২২৭ রানের বড় ব্যবধানে। এরপর দ্বিতীয় টেস্টে টার্নিং উইকেটে খেলে স্বাগতিকরা। যেখানে প্রথম দিন থেকেই ঘুরেছে বল। এমন কৌশলে সফলও হয়েছে বিরাট কোহলির দল।
দ্বিতীয় টেস্টে তারা জয় পেয়েছে ৩১৭ রানের বড় ব্যবধানে। এরপর থেকেই সমালোচনা শুরু হয় ওই টেস্টের উইকেটের। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা ভারতের এমন কৌশল নিয়ে প্রশ্ন তুলেন। তাতে রীতিমতো বিরক্ত ভারতীয় ওপেনার রোহিত শর্মা।
উইকেট নয় বরং খেলোয়াড় ও খেলা নিয়ে কথা বলতেই সমালোচকদের পরামর্শ দিয়েছেন তিনি, ‘খেলা নিয়ে কথা বলুন, খেলোয়াড়দের নিয়ে কথা বলুন। কে কেমন ব্যাটিং বা বোলিং করছে, এসব নিয়ে আলোচনা করুন। উইকেট নিয়ে এত কথা কেন!’
বরাবরই ভারতে টার্নিং উইকেট তৈরি করা হয়, এটিও মনে করিয়ে দিয়েছেন রোহিত। সঙ্গে দেশের বাইরে খেলতে গেলে তাদের যে বেগ পোহাতে হয়, প্রতিপক্ষও ঘরের মাঠের সুবিধা নেয় এসবও স্মরণ করি দিয়েছেন তিনি।
রোহিত বলেন, ‘পিচ তো দুই দলের জন্য একই। আমি বুঝতে পারছি না, পিচ নিয়ে এত আলোচনার কী আছে। দুই দলই একই উইকেটে খেলে। উইকেট নিয়ে যখন এতই যখন কথা, তখন মনে করিয়ে দিতে চাই, ভারতের উইকেট যুগ যুগ ধরেই এরকম। আমরা যখন দেশের বাইরে খেলতে যাই, আমাদের কথা তো কেউ ভাবে না! সব দলই ঘরের মাঠের সুবিধা নেয়। এই সুবিধার ব্যাপারটিই হলো সফরকারীদের জন্য কাজটি কঠিন করে তোলা।’
তিনি আরও বলেন, ‘ঘরের মাঠের সুবিধা বাদ দিতে বললে আইসিসির নিয়ম করে দেওয়া উচিত যে উইকেট কেমন হবে। সেক্ষেত্রে বিশ্বের সব জায়গায় একইরকম উইকেটে খেলা হতে হবে। আমরা দেশের বাইরে গেলে তো আমাদেরকেও কঠিন পরীক্ষায় পড়তে হয়।’
এমএইচ/এটি