রোমান-দিয়াদের গুরু তৈরিতে নজর

বিশ্ব ক্রীড়াঙ্গনে রোমান সানা-দিয়ারা ভালো পারফরম্যান্স করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছেন। ভবিষ্যতের রোমান-দিয়াদের তুলে আনতে কোচদের প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন। ঈদের আগে শেষ হয়েছে লেভেল -১ কোচিং কোর্স। ঈদের পর প্রথম কর্মদিবসেই শুরু হয়েছে লেভেল-৩ কোর্স।
ঈদের ছুটির পর আজ প্রথম কর্ম দিবস। রাজধানী এখনো ছুটির আমেজে থাকলেও শহীদ আহসানউল্লাহ মাস্টার আরচ্যারি ট্রেনিং সেন্টারে বেশ কর্মব্যস্ততা। ১৬ জন আরচ্যারি কোচ প্রশিক্ষণ নিতে উন্মুখ। বিশ্ব আরচ্যারির অন্যতম প্রশিক্ষক প্যাসকেল তার সর্বস্ব দিয়ে বাংলাদেশের কোচদের কোর্স করাচ্ছেন। বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল প্রশিক্ষণার্থী কোচদের উদ্দেশ্যে বলেন, ‘আরচ্যারি ফেডারেশন খেলোয়াড়দের প্রতি যেমন আন্তরিক, তেমনি কোচদের প্রতিও। আমরা চাই এই ১৬ জনের মধ্যে থেকে একজন জিয়া,সাজ্জাদ বেরিয়ে আসবে।’
সাবেক আরচ্যার জিয়া এখন সৌদি আরবে কোচ হিসেবে রয়েছেন। বেশ ভালো অঙ্কের পারিশ্রমিকে তিনি কাজ করছেন। দেশেও কোচদের কাজের ক্ষেত্র তৈরি করে দেয়ার চেষ্টা করছেন সাধারণ সম্পাদক, ‘সামনে জাতীয় চ্যাম্পিয়নশীপ সেই চ্যাম্পিয়নশীপে দেখতে চাই সবাই কোনো না কোনো দলের হয়ে কাজ করতে। সবাই যাতে কোচিং করানোর সুযোগ পায়, সেই চেষ্টা ফেডারেশনের পক্ষ থেকে করা হবে।’
আরও পড়ুন >> আরচ্যারী কোচেস কোর্সের সার্টিফিকেট বিতরণ
ফরাসি প্রশিক্ষক প্যাসকেল বাংলাদেশের কোচদের প্রশংসা করলেন, ‘তাদের শেখার আগ্রহ রয়েছে। এদের সবারই পেশাদার আরচ্যারি করার অভিজ্ঞতা রয়েছে। অনেক দেশে কোচিংয়ে আসা লোকজন শুধু আগ্রহ থেকে আসে। প্রতিযোগিতায় অংশ নেয়ার তেমন অভিজ্ঞতা নেই।’ ১৬ জন কোচের মধ্যে চার জন নারী কোচও রয়েছেন। তারাও কোচিংয়ে সর্বোচ্চ পর্যায়ে যেতে চান, ‘বাংলাদেশের আরচ্যারি ও ক্রীড়াঙ্গনে নারীরা ভালো করছে। আমরা কোচিংয়ে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে নিজেদের মেধা দিয়ে খেলোয়াড় তৈরি ও প্রশিক্ষণ করাতে চাই।’
আজ শুরু হওয়া আরচ্যারি কোচিংয়ের সর্বোচ্চ ডিগ্রির কোর্স চলবে ১৮ জুলাই পর্যন্ত। ১৮ জুলাই জানা যাবে ১৬ জনের মধ্যে কত জন লেভেল ৩ পাস করতে পারলেন৷ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সলিডারিটি কোর্সের আওতায় আরচ্যারি ফেডারেশন এই কোর্স পরিচালনা করছে৷ আজ এই কোর্সের উদ্বোধন ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান সিদ্দিকী। এই সময় আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি আনিসুর রহমান দীপু, ফয়সাল আহসান উল্লাহ, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম টিপু, কোচেস ও জাজেস ট্রেনিং কমিটির চেয়ারম্যান শামীমা সাত্তার মিমো সহ আরো অনেকে।
এজেড/এটি/এইচএমএ