বাবা হারালেন ক্রীড়া সাংবাদিক এমএ বাকী

ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমে অন্যতম পরিচিত মুখ এমএ বাকী। ১০ জুলাই ঈদের দিন দুপুরে বাবা হারিয়েছেন এই ক্রীড়া সাংবাদিক। মগবাজারস্থ নিজ বাসায় বাকীর বাবা মুজিবুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মুজিবুর রহমান টিএন্ডটির কর্মকর্তা ছিলেন। গত ১০ বছর তিনি প্যারালাইজড ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। ২ ছেলে ও ২ মেয়ে রেখে তিনি চিরবিদায় নিয়েছেন। ১০ জুলাই বাদ মাগরিব জানাজা শেষে আজিমপুর কবরস্থানে চিরশায়িত হয়েছেন৷
বাকীর বাবার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন শোক জানিয়েছে। বাকী জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য।
এজেড