বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অজয় বড়ুয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী

দেশের প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক অজয় বড়ুয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ১২ জুলাই ২০১৯ সালে ইংল্যান্ডের লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কৃতি ক্রীড়া সাংবাদিক। ২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপে কাভার করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এর পর ইংল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। অজয় বড়ুয়ার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে জীবিত রয়েছে।
অজয় বড়ুয়া দেশের ক্রীড়া সাংবাদিকতার অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব। ১৯৭৪ সালের সেপ্টেম্বর থেকে দৈনিক সংবাদে ক্রীড়া সাংবাদিকতা শুরু করেন। মৃত্যু অবধি তিনি দৈনিক সংবাদের সঙ্গেই ছিলেন। ৪৫ বছর একই পত্রিকায় ক্রীড়া সাংবাদিকতা করার কীর্তি বাংলাদেশে দ্বিতীয় জনের নেই।
ক্রীড়া সাংবাদিকতায় যোগ দেয়ার আগে তিনি ক্রীড়াবিদ হিসেবে নৈপুণ্য দেখিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের এই ছাত্র পশ্চিম পাকিস্তান সফর করেছেন বিশ্ববিদ্যালয়ের হয়ে ফুটবল খেলতে। জগন্নাথ হলের অ্যাথলেটিক্স সেক্রেটারিও ছিলেন। আবাহনী ক্লাবের পূর্ববর্তী নাম ছিল ইকবাল স্পোর্টিং। সেই দলেও খেলেছেন অজয় বড়ুয়া।
চট্টগ্রামে জন্ম নেয়া এই সাংবাদিকের হাত ধরে অনেক ক্রীড়া সাংবাদিক তৈরি হয়েছে। যারা এখন দেশের শীর্ষ সাংবাদিক এদের অনেকেরই হাতেখড়ি অজয় বড়ুয়ার হাত ধরে। অজয় বড়ুয়া দীর্ঘ ক্রীড়া সাংবাদিকতা জীবনে বিভিন্ন পেশাদার সংগঠন জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি,বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের সঙ্গে জড়িত ছিলেন। ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় ক্রীড়া পুরস্কার। সেই ক্রীড়া পুরস্কার যাচাই বাছাই কমিটির সদস্য ছিলেন একাধিকবার।
এজেড