মেসি থাকছেন বার্সাতেই?

গত গ্রীষ্মকালীন দলবদলে লিওনেল মেসির বার্সেলোনা ছাড়া নিয়ে কম জলঘোলা হয়নি। তবে অনেক ঘটনার পর গত ৫ সেপ্টেম্বর বার্সা অধিনায়ক জানান ক্লাব ছাড়ছেন না তিনি, তবে সেটা স্থায়ী কিছু নয় বলে ইঙ্গিত দেন।
সম্প্রতি লা সেক্সটাকে দেয়া তার সাক্ষাতকারের ফাঁস হওয়া অংশ থেকে আভাস মিলছে নতুন চুক্তির, যার মানে দাড়াচ্ছে ক্লাব ছাড়ছেন না তিনি।
লা সেক্সটাকে দেয়া মেসির সাক্ষাতকারটি প্রচারিত হবে আগামী ২৭ ডিসেম্বর। তার আগেই অবশ্য স্প্যানিশ সংবাদ মাধ্যম আরএসিওয়ান তার কিছু খণ্ডিতাংশ ফাঁস করেছে। যেখানে মেসি লা সেক্সটা প্রতিবেদক জর্দি ইভোলে কে জানাচ্ছেন, ‘আমি খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম, কারণ খুব বাজে একটা মৌসুম শেষ করেছিলাম আর মৌসুমের শেষে যা ঘটেছে তা আমাকে টেনে ধরেছিলো। কিন্তু এখন আমি ভালো বোধ করছি, নিজের ভেতর উৎসাহ উদ্দীপনা অনুভব করছি।’
এর পরের অংশেই তিনি বার্সায় থাকার ব্যাপারে নিজের অভিপ্রায়ের ইঙ্গিত দেন। মেসির কথা, ‘দলীয় ও প্রশাসনিক, দুই দিক থেকেই এখন ক্লাবটা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু আমি এ ব্যাপারে মুখিয়ে আছি।’
প্রতি মৌসুম শেষে একটি নির্দিষ্ট তারিখের আগে ক্লাবকে জানালে ‘ফ্রি এজেন্ট’ হয়ে ছাড়তে পারবেন ক্লাব, এমন একটা ধারার উপস্থিতি আছে মেসির চুক্তিতে।
কিন্তু করোনাকবলিত সময়ে মেসির ক্লাবকে জানানোর সময়সীমা বাড়ানোর আশ্বাস দেন তৎকালীন ক্লাব সভাপতি হোসে মারিয়া বার্তোমেও, যেটা গোল ডটকমকে দেয়া এক সাক্ষাতকারে দাবি করেছিলেন মেসি।
তবে শেষমেশ বার্তোমেও সে কথা রাখেননি। বরং ৭০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ পরিশোধে তার ‘মুক্তি’র কথা উল্লেখ করেন দু’পক্ষের আলোচনায়।
সামনে পথ অবশ্য খোলা ছিল মেসির, ক্লাবের বিরুদ্ধে মামলা করতে হতো সেক্ষেত্রে। কিন্তু বার্সার প্রতি ভালোবাসা সে পথটা আগলে দাঁড়িয়েছিলো তার, সেটা গোল ডটকমকে দেয়া সে বিখ্যাত সাক্ষাৎকারে মেসি জানিয়েছিলেন নিজেই। সে ভালোবাসাই হয়তো এখন পথ আগলে দাঁড়াচ্ছে ক্লাব ছাড়ার ক্ষেত্রেও!
আগামী ২৭ ডিসেম্বর স্প্যানিশ সময় সন্ধ্যায় সাক্ষাতকারটি প্রচারিত হওয়ার কথা। সেখানে ক্লাব সম্পর্কিত আরও অনেক তথ্য, মতামতও উঠে আসবে বলে গুঞ্জন স্প্যানিশ সংবাদ মাধ্যমে।
এমএইচ