দিয়াকে হারিয়ে প্রথম বিউটি

ন্যাশনাল ব়্যাঙ্কিং ওপেন টুর্নামেন্টে দেশ সেরা আরচ্যার রোমান সানা প্রথম হয়েছেন। রোমান রিকার্ভে প্রথম হলেও এই ইভেন্টে নারী এককে দ্বিতীয় হয়েছেন অলিম্পিয়ান আরচ্যার দিয়া সিদ্দিকী।
রিকার্ভ পুরুষ এককে মো: রোমান সানা (বাংলাদেশ আনসার) ৬-০ সেটে মো: ফয়সালকে (আর্মি আরচ্যারী ক্লাব) পরাজিত করে ১ম স্থান অর্জন করেন। রিকার্ভ মহিলা এককে বিউটি রায় (বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব) ৬-০ সেটে দিয়া সিদ্দিকীকে (বিকেএসপি) পরাজিত করে ১ম স্থান অজর্ন করেন। কম্পাউন্ড পুরুষ এককে মোহাম্মদ আশিকুজ্জামান (বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব) ১৪৪-১৪২ স্কোরে মো: সোহেল রানাকে (আর্মি আরচ্যারী ক্লাব) পরাজিত করে ১ম স্থান অর্জন করেন। কম্পাউন্ড মহিলা এককে শ্যামলী রায় (বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব) ১৪৩-১৩৯ স্কোরে সুমা বিশ্বাসকে (বাংলাদেশ আনসার) পরাজিত করে ১ম স্থান অর্জন করেন।
ন্যাশনাল ব়্যাঙ্কিং ওপেন টুর্নামেন্ট-৩ টঙ্গিস্থ আরচ্যারী ট্রেনিং সেন্টার শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে ৬১জন পুরুষ ও মহিলা আরচ্যার ব়্যাঙ্কিংয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। টুর্নামেন্টটি একক ইভেন্টে অনুষ্ঠিত হয়। রিকার্ভ পুরুষ একক ইভেন্টে ১ম হন মো: রোমান সানা, ২য় স্থান মো: ফয়সাল, রিকার্ভ মহিলা একক ইভেন্টে বিউটি রায় প্রথম ও দ্বিতীয় দিয়া সিদ্দিকী, কম্পাউন্ড পুরুষে মোহাম্মদ আশিকুজ্জামান প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেন মো: সোহেল রানা এবং কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে ১ম স্থান অর্জন করেন শ্যামলী রায় ও ২য় স্থান অর্জন করেন সুমা বিশ্বাস।
এজেড/এইচএমএ