রহমতগঞ্জের স্বস্তি, স্বাধীনতার অবনমন

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবলে সর্বোচ্চ পর্যায়ে এসে টিকতে পারল না নবাগত দল স্বাধীনতা ক্রীড়া সংঘ। অভিষেক ম্যাচে বসুন্ধরা কিংসকে হারিয়ে তাক লাগানো স্বাধীনতা এক ম্যাচ বাকি থাকতেই রেলিগেটেড হয়ে গেল। আজ মঙ্গলবার মুন্সিগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ জামালের বিপক্ষে ২-২ গোলে ড করে স্বাধীনতা।
এই ড্রয়ের ফলে ২১ ম্যাচে স্বাধীনতার পয়েন্ট ১০। শেষ ম্যাচ জিতলেও দাঁড়াবে ১৩। এতেও তারা টেবিলের তলানিতেই থাকবে। ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সামনের মৌসুমে খেলা সম্ভব হচ্ছে না দলটির। বারিধারায় হারায় এবং স্বাধীনতা জিততে পারলে একটি ক্ষীণ সম্ভাবনা ছিল তাদের টিকে থাকার। বারিধারা হারলেও নিজেরা জিততে পারেনি ফলে অবনমনই গন্তব্য হয়েছে।
স্বাধীনতার ড্র ও বারিধারার হারে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পুরান ঢাকার দল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ২০ ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট ১৮। বাংলাদেশ প্রিমিয়ার লিগে রেলিগেশনে যাবে দুইটি দল। স্বাধীনতার পয়েন্ট ২১ ম্যাচে ১০। সমান ম্যাচে বারিধারার ১৪ আর মুক্তিযোদ্ধার পয়েন্ট ২০ ম্যাচে ১৫। ফলে রহমতগঞ্জ পরের দুই ম্যাচ হারলেও রেলিগেশনের শঙ্কা নেই। মুক্তিযোদ্ধা ও বারিধারার মধ্যে একটি দল দ্বিতীয় হিসেবে রেলিগেটেড হবে।
আজকের ম্যাচে স্বাধীনতা ২-০ গোলের লিড নিয়েছিল। শেষ পর্যন্ত শেখ জামাল ২-২ গোলে ড্র করায় স্বাধীনতা ক্রীড়া সংঘ প্রিমিয়ার থেকে অবনমিত হয়। ২৬ মিনিটে ইকবালের গোলে স্বাধীনতা লিড নেয়। দ্বিতীয়ার্ধের ৪ মিনিটে জিল্লুরের গোলে স্কোরলাইন ২-০ হয়। শেখ জামাল ম্যাচে ফিরতে মরিয়া ছিল। তাদের উজবেক ফুটবলার ওতাবেক ৭০ মিনিটে গোল করেন। নির্ধারিত ৯০ মিনিটে স্কোরলাইন ২-১।
পাঁচ মিনিট ইনজুরি সময়ের প্রথম মিনিটেই নাইজেরিয়ান চিজোকের গোলে ম্যাচে সমতা আনে শেখ জামাল। বাকি চার মিনিটে স্বাধীনতা কোনো গোল করতে না পারায় প্রিমিয়ার লিগে তাদের অধ্যায় শেষ হয়। লিগে স্বাধীনতার আরেকটি ম্যাচ থাকলেও সেটি শুধুই নামরক্ষার্থে।
এজেড/এটি