সাইফ যুব দল খেলবে

সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড নিজেদের অবস্থান থেকে খানিকটা সরে এসেছে। সাইফ স্পোর্টিং প্রিমিয়ার লিগে না খেলার সিদ্ধান্তে অটল থাকলেও মানবিক কারণে সাইফ স্পোর্টিং যুব দল দ্বিতীয় বিভাগ লিগে খেলবে।
সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক শেখ মারুফ হাসান বলেন, 'যুব দলে নিবন্ধিত ফুটবলারদের ভবিষ্যত এবং মানবিক দিক বিবেচনা করে যুব দলের দ্বিতীয় বিভাগে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সাইফ স্পোর্টিংয়ের কতৃপক্ষ।'
আরও পড়ুন >> ফুটবল থেকে সরে যাচ্ছে সাইফ স্পোর্টিং
ফুটবল ফেডারেশনকে সাইফের পক্ষ থেকে সকল ধরনের ফুটবল কার্যক্রম থেকে সাময়িক বিরতির কথা বলা হয়েছিল। সাইফ যুব দল দ্বিতীয় বিভাগে অংশগ্রহণ করার সিদ্ধান্ত ফেডারেশনকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে, 'ফুটবল ফেডারেশন ও মহানগরী লিগ কমিটিকে চিঠি দিয়ে জানানো হয়েছে সাইফ যুব দল দ্বিতীয় বিভাগে অংশ নেবে।' কয়েক দিন আগে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় বিভাগ ফুটবলের ড্রতে সাইফ স্পোর্টিংকে রেখেছিল বাফুফে। যদিও এর দুই দিন আগে সাইফ ফুটবল থেকে প্রত্যাহারের চিঠি দিয়েছিল।
বৈশ্বিক অর্থনীতির মন্দা ও পারিপার্শ্বিক কারণে সাইফ পাওয়ারটেকের পরিচালনা পর্ষদ ফুটবলে বিনিয়োগের ব্যাপারে নেতিবাচক মনোভাব পোষণ করেছিল। দ্বিতীয় বিভাগের জন্য ফুটবলাররা নিবন্ধিত হওয়ায় মানবিক কারণে এই খেলায় অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সাইফের কতৃপক্ষ।
এজেড/এইচএমএ