দক্ষিণ আফ্রিকায় রাজা, জিম্বাবুয়েতে সর্বস্বান্ত
খুব বেশিদিন হয়নি, ৫ মাস আগে অর্থাৎ গত মার্চ মাসে দক্ষিণ আফ্রিকার মাটিতে দাপুটে সিরিজ জয় বাংলাদেশ দলের। তিন ম্যাচ ওয়ানডের দুটি জিতে ট্রফিখানা দেশে নিয়ে আসেন তামিম ইকবালরা। অথচ এবার আফ্রিকা মহাদেশের আরেক দেশ জিম্বাবুয়ে সফরে গিয়ে রীতিমতো লেজেগোবরে অবস্থা টাইগারদের। তুলনামূলক সহজ প্রতিপক্ষের সঙ্গে টি-টোয়েন্টির সিরিজের পর এবার এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ হার।
দক্ষিণ আফ্রিকার রাজা হয়েও জিম্বাবুয়ে গিয়ে সর্বস্বান্ত। এটা যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না বাংলাদেশ দলের প্রোটিয়া পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। আজ মঙ্গলবার (৯ আগস্ট) হারারেতে দলের অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের আক্ষেপ আর অসন্তুষ্টির কথা জানান তিনি।
ডোনাল্ড বলেন, ‘একদম একই কন্ডিশনে খেলা। আমরা এটা নিয়ে কথা বলেছি। আমরা কী ক্লাসি দল ছিলাম দক্ষিণ আফ্রিকায়, ঠিক এমন কন্ডিশনে। সেখানে আমরা কীভাবে বল করেছি, আমরা মাঝের ওভারে কীভাবে সেখানে উইকেট নিয়েছি। এখানে আমরা নতুন বলে ভালো করছি। কিন্তু মাঝের ওভারে, যেখানে উইকেট নেওয়ার আরও সুযোগ ছিল, তখন কোনো উত্তর খুঁজে বের করতে পারিনি।’
ডোলান্ড জানিয়ে রাখলেন, অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অনেকটা এমন কন্ডিশনেই হবে। উইকেটও থাকবে একইরকম প্রায়।
ডোনাল্ড বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেটগুলো ঠিক এমনই হবে। অস্ট্রেলিয়ার উইকেট সব সময় ভালো। এশিয়া কাপ দুবাইয়ে, সেখানেও কন্ডিশন এমনই থাকবে। আমি জানি সেটা টি-টোয়েন্টি, এটা ওয়ানডে। তবে হ্যাঁ, সেখানে উইকেট ভালো থাকবে।’
টিআইএস/এইচএমএ