কোচেস এসোসিয়েশন অব ফেনীর সভাপতি রবিন, সম্পাদক ইমন

রিয়াজ উদ্দিন রবিনকে সভাপতি এবং আলী আশরাফ ইমনকে সাধারণ সম্পাদক করে কোচেস এসোসিয়েশন অব ফেনীর কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ফেনী শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলার সকল একাডেমি কোচদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
১৫ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন- কামরুল হাসান রানা সহসভাপতি, মোহাম্মদ আসলাম সহসম্পাদক, মোহাম্মদ কপিল মাহমুদ সাংগঠনিক সম্পাদক, ইজাবুর রহমান টিটু কোষাধ্যক্ষ, গিয়াস উদ্দিন সোহাগ ক্রীড়া সম্পাদক, হাবিবুর রহমান রানা প্রচার সম্পাদক, আমিনুল ইসলাম বাপ্পী দপ্তর সম্পাদক।
এ ছাড়া মোহাম্মদ ইমরান, মো.আমজাদুর রহমান রুবেল, আব্দুল আহাদ, আমিনুল ইসলাম সরোয়ার, জাহিদুল ইসলাম মারুফ, রাজিব মাসুদকে কার্যকরী কমিটির সদস্য করা হয়েছে।
কমিটি গঠন শেষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় ক্রিকেট এসোসিয়েশন অব ফেনীর সভাপতি ইমনুল হক ইমন, বাংলাদেশ আম্পায়ার ও স্কোরাস অ্যাসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম অপু ও বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কোচেস এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি ও অতিথিরা ফেনী জেলার ক্রিকেটের উন্নয়নে একযোগে কাজ করার অভিমত ব্যক্ত করেন।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আলী আশরাফ ইমন বলেন, আমরা ক্রিকেট কোচিংয়ের কাজটা আরও বিস্তৃত আকারে ফেনীতে ছড়াতে চাই। আমাদের শহরটায় তরুণদের মধ্যে ক্রিকেটের উন্মাদনাকে এগিয়ে নিতে দরকার আরও বেশি তারুণ্যের অংশগ্রহণ।
এসপি