সকালের হাসি বিকেলে মলিন

সকালে বাংলাদেশ তিনটি পদক জিতেছিল। বিকেলে মিশ্র বিভাগে সম্ভাবনা ছিল পদক জয়ের; কিন্তু রিকার্ভ ও কম্পাউন্ড উভয় মিশ্র বিভাগে বাংলাদেশ সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়।
কম্পাউন্ড মিশ্র বিভাগে মাত্র পাঁচ দল থাকায় সেখানে পদকের একটি সম্ভাবনা ছিল। তুরস্ক, ইন্দোনেশিয়া ও ইরান বাই পেয়ে সরাসরি সেমিফাইনালে খেলে। বাংলাদেশ ও মালয়েশিয়া কোয়ার্টার ম্যাচ খেলে। সেখানে মালয়েশিয়া ১৫১-১৪৮ পয়েন্টে বাংলাদেশকে হারায়।
কম্পাউন্ড মিশ্র বিভাগে রোকসানা আক্তার ও আতিকুজ্জামান অংশগ্রহণ করেন। বাংলাদেশের এই জুটি শুধু তৃতীয় সেটে এগিয়ে ছিল। বাকি তিন সেটে পিছিয়ে থাকায় শেষ পর্যন্ত সেমিফাইনালে খেলা হয়নি বাংলাদেশের।
রিকার্ভ মিশ্র ইভেন্টে দিয়া ও রুবেল জুটি প্রি কোয়ার্টারে পাকিস্তানকে হারায়। বাংলাদেশ ৫-৩ সেট পয়েন্টে পাকিস্তানকে হারায়। কোয়ার্টারে বাংলাদেশ উজবেকিস্তানের বিপক্ষে ৬-২ সেটে হারে। উজবেকিস্তান প্রথম দুই সেট জিতে ম্যাচ জয়ের ক্ষেত্র তৈরি করে। বাংলাদেশ তৃতীয় সেটে জিতে ম্যাচে ফেরে। শেষ সেটে জিততে পারলে ম্যাচটি শুট অফে যেত। বাংলাদেশ হেরে হাওয়ায় ৬-২ সেট পয়েন্ট নিয়ে উজবেকিস্তান সেমিফাইনালে উঠে।
আজ বুধবার দলগত ৬ ইভেন্টের খেলা ছিল। ১৮ পদকের মধ্যে বাংলাদেশ একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক পেয়েছে৷ আগামীকাল ব্যক্তিগত ইভেন্টের পদকের লড়াই। কাল মোট ১২ পদকের জন্য লড়বেন ১২ আরচ্যার। এর মধ্যে বাংলাদেশের রোকসানা লড়বেন শুধু কম্পাউন্ড এককে। তার প্রতিপক্ষ তুরস্কের সুজের বেরা।
এখন পর্যন্ত গেমসে বাংলাদেশের সেরা অর্জন রৌপ্য। ১৭ আগস্ট কম্পাউন্ড নারী দলের রৌপ্য পদক জয়ী শ্যামলী রায় বলেন, ‘রৌপ্য জিতে ভালো লাগছে। তবে স্বর্ণ জেতারও সম্ভাবনা ছিল।’ বাংলাদেশের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিকের মিশ্র প্রতিক্রিয়া, ‘ব্যক্তিগত ইভেন্টে মাত্র একজন ব্রোঞ্জের জন্য লড়বে৷ এটা বেশ হতাশার।’
এজেড/এসএমডব্লিউ