পণ্যের উদাহরণে পিচের সমালোচকদের জবাব দিলেন অশ্বিন

আহমেদবাদে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে শেষ হয়েছে ইতিহাসের অন্যতম সংক্ষিপ্ততম টেস্ট। দুইদিনে ফলাফল এসেছে ইংল্যান্ড-ভারত সিরিজের তৃতীয় ম্যাচের। এই টেস্টের পিচ নিয়ে এরপর থেকেই শুরু হয়েছে সমালোচনা। বিদেশি বিশ্লেষকরা তো বটেই, ভারতের অনেক সাবেক ক্রিকেটারও পিচ নিয়ে মেতে উঠেছেন হাসি-ঠাট্টায়।
এবার পিচ নিয়ে সমালোচনাকারীদের পণ্যের উদাহরণ টেনে জবাব দিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। আহমেদাবাদ টেস্টে দুই ইনিংসে সাত উইকেট পেয়েছেন তিনি। সমালোচকদের সরাসরি কিছু না বললেও দারুণ এক উদাহরণ টেনে তাদের জবাব দিয়েছেন এই অফ স্পিনার।
তিনি লিখেছেন, ‘আমরা সবাই জানি যে, পণ্য বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের কৌশল নেওয়া হয়। আমরা এখন এমন একটা যুগে বাস করছি, যেখানে ভাবনাচিন্তাও আমাদের কাছে বিক্রি করা হচ্ছে। তবে এটাও বলতে চাই যে, ভাবনাচিন্তা বিক্রি করার অর্থ হল, তুমি নিজের মতো ভাবতে পারো না, এবং আমরা তোমাকে শেখাব কী করে তুমি আমাদের মতো ভাববে।’
আহমেদাবাদ টেস্টেই অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন অশ্বিন। নিজের টেস্ট ক্যারিয়ারের চারশ তম উইকেট পেয়েছেন এই তারকা ক্রিকেটার। সমালোচকদের কথা যে খুব বেশি পাত্তা দেওয়ার কিছু নেই, সেটি স্পষ্টই জানিয়ে দিয়েছেন অশ্বিন।
তিনি লিখেছেন, ‘গত এক দশক ধরে খেলার পর আমি এটা বুঝেছি যে, ওদের কথা যত বেশি বিশ্বাস করব, তত বেশি আমাদের মুখের সামনে সেটা তুলে ধরা হবে। যদি ভাবনাচিন্তা আমাদের নিজস্ব হয়, তাহলে বেশিরভাগ লোক তার বিরুদ্ধে থাকলেও আমাদের উচিত নিজেদের পক্ষে দাঁড়ানো।’
— Ashwin (@ashwinravi99) February 26, 2021
এমএইচ