কম্বোডিয়া-নেপালের বিপক্ষে সুমনকে পাবে তো বাংলাদেশ?

সেপ্টেম্বরের দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। দলে ডাক পাওয়া ২৭ ফুটবলারই রিপোর্ট করেছেন। তবে ফরোয়ার্ড সুমন রেজাকে নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।
জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন বলেন, ‘সুমন রেজা আমাদের সাথে এখন রয়েছে। তার বিষয়ে ফেডারেশন থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সঙ্গে আবার যোগাযোগ করা হবে।’ সুমন রেজা বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতা রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী সেই প্রতিযোগিতার স্বাগতিক এবার। বিমানবাহিনীর অন্যতম সেরা ফুটবলার সুমন। জাতীয় দল ও আন্তঃবাহিনীর খেলা একই সময় পড়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে।
আরও পড়ুন >> সেপ্টেম্বরের দুই ম্যাচের জন্য বাংলাদেশের দল ঘোষণা
জাতীয় ফুটবল দলে এবার ডাক পাওয়া ২৭ জনের মধ্যে পাঁচজন সার্ভিসেস বাহিনীর সঙ্গে সম্পৃক্ত। এদের মধ্যে একজন সেনাবাহিনী, তিনজন নৌবাহিনী ও সুমন বিমানবাহিনীর। বাফুফে সুত্রে জানা গেছে, সেনাবাহিনীর ফুটবলার জাতীয় দলে ক্যাম্প করার অনুমতি পেয়েছেন। নৌবাহিনী একজনকে অনুমতি দিয়েছে। অন্য ২ ফুটবলার নিজের ইচ্ছেতেই ক্যাম্পে রয়েছেন। সুমন রেজা বিমানবাহিনীর কাছ থেকে ছুটি ও নির্দেশনা না পাওয়ায় জাতীয় দলে ক্যাম্প নিয়ে অনিশ্চয়তা।
আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতার জন্য বিমানবাহিনী ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে। সাবেক জাতীয় ফুটবলার ও মোহামেডানের সহকারী কোচ আলফাজ আহমেদ তাদের অনুশীলন করাচ্ছেন। সুমন সেই অনুশীলনে ছিলেন। বাংলাদেশ বিমানবাহিনীর ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সঙ্গে সুমনের বিষয়ে আলাপ করে জানা গেল, চাকরির আবশ্যিকতায় তারা সুমনকে ছাড়তে পারছেন না।
আরও পড়ুন >> ১ বারের বেশি সুযোগ পাবেন না রেফারিরা
সুমন আবাসিক ক্যাম্পে দীর্ঘস্থায়ীভাবে থাকা অনিশ্চিত। এরপরও কোচকে সন্তুষ্ট করতে নির্ধারিত সময়ে রিপোর্টিং করেছেন৷ গত ক্যাম্পে জীবন দেরিতে রিপোর্ট করায় বাদ পড়েছিলেন। তাই এবার ডাক পাওয়া ২৭ জনই সতর্ক। জামাল ভুইয়া, তারিক কাজী ইউরোপ থেকে এসে নির্ধারিত সময়ে রিপোর্ট করেছেন
আগামীকাল থেকে অনুশীলন শুরু হবে। প্রীতি ম্যাচ হলেও কোচ ক্যাবরেরা ক্লোজড ডোর অনুশীলন করাবেন। এবার বাংলাদেশ দল অনুশীলন করবে উত্তরস্থ বাংলাদেশ পুলিশের মাঠে।
এজেড/এইচএমএ