মেসি-নেইমারদের ম্যাচসূচি পাল্টে যাচ্ছে ইসরায়েলি ক্লাবের আপত্তিতে
চ্যাম্পিয়ন্স লিগ ড্র’তে গ্রুপ ‘এইচ’-এ স্থান পেয়েছে ফরাসি পিএসজি। এই গ্রুপে তাদের সঙ্গী ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস, পর্তুগিজ ক্লাব বেনফিকা এবং ইসরায়েলের ক্লাব মাকাবি হাইফা। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচডে’তে পিএসজির বিপক্ষে হোম লেগ খেলার কথা রয়েছে ইসরায়েলি ক্লাবটির। তবে ‘বিশেষ’ এক কারণে ফরাসি চ্যাম্পিয়নদের বিপক্ষে এই ম্যাচটির সূচি পাল্টাতে চায় ক্লাবটি।
ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানিয়েছে, গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচডে’তে পিএসজির বিপক্ষে তাদের হোম লেগের সূচিতে পরিবর্তনের আরজি এরই মধ্যে উয়েফার কাছে পেশ করেছে মাকাবি হাইফা। ইহুদি ধর্মাবলম্বীদের জন্য বছরের পবিত্রতম দিন হচ্ছে ‘ইয়ম কিপুর’ দিবস। আর পিএসজির বিপক্ষে হোম ম্যাচটি ঠিক সেদিনই হওয়ার কথা। সেজন্য উয়েফার কাছে ম্যাচের দিনক্ষণ বদলানোর অনুরোধ করেছে তারা।
আরও পড়ুন >> মেসি-নেইমারের জার্সি আগেভাগেই চেয়ে রাখলেন ইসরায়েলের ২ ফুটবলার
লে’কিপের তথ্য অনুযায়ী, ইসরায়েলি ক্লাবটির অনুরোধের বিষয়টি আমলে নিয়ে সূচি পরিবর্তন করতে যাচ্ছে উয়েফা। ৪ এবং ৫ অক্টোবর গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাকাবি হাইফার বিপক্ষে পিএসজির ম্যাচটিও সে সময়ই হওয়ার কথা ছিল। তবে পরিবর্তিত সূচিতে ম্যাচটি কখন মাঠে গড়াবে তা এখনো জানা যায়নি।
ইউরোপীয় ক্লাব মৌসুমের মাঝপথেই এবার আয়োজিত হবে ফিফা বিশ্বকাপ। সেজন্য চ্যাম্পিয়ন্স লিগের এবারের সূচি বেশ আঁটসাঁট করেই সাজাতে হয়েছে। এবারের চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ছয়টি ম্যাচডে যথাক্রমে ৬-৭ সেপ্টেম্বর, ১৩-১৪ সেপ্টেম্বর, ৪-৫ অক্টোবর, ১১-১২ অক্টোবর, ২৫-২৬ অক্টোবর এবং ১-২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন >> ‘মেসিকে চোট দিলে তোমাকে মেরেই ফেলব’ আর্জেন্টাইনকে আগুয়েরোর হুমকি
বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে তুরস্কের ইস্তাম্বুলে ২০২২-২৩ চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়।
এইচএমএ