রিয়ালের জয়ে চাপ কমলো জিদানের

টানা হারের ফলে রিয়াল মাদ্রিদ আর তাদের কোচ জিনেদিন জিদানের ওপর চাপটা বাড়ছিলো ক্রমেই। তবে সেভিয়ার বিপক্ষে রোববার রাতের ম্যাচটি ১-০ ব্যবধানে জিতে সে চাপ কিছুটা হলেও সামলেছেন কারিম বেনজেমারা।
সেভিয়ার মাঠ রেমন সানচেজ পিজুয়ানে লস ব্ল্যাঙ্কোসরা পা রেখেছিলো টানা দুই হারের বোঝা মাথায় নিয়ে। আলাভেস আর শাখতার দোনেৎস্কের বিপক্ষে দুই হারের পর সেভিয়ার বিপক্ষে হারলে সে বোঝাটা ক্রমে ভারীই হতো দুপক্ষের উপর, বাজে প্রভাব পড়তো লিগ টেবিলেও।
সে পরিস্থিতি এড়াতে প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই মরিয়া ছিলো রিয়াল। তাতে সুযোগও সৃষ্টি হয়েছিলো প্রথমার্ধে বেশ ক’বার, ফরোয়ার্ডদের ব্যর্থতায় বিরতির আগে গোল মেলেনি জিদানের শিষ্যদের।
দ্বিতীয়ার্ধের শুরুতেই যেনো খেলার ধারা গেলো বদলে, প্রথমার্ধে কিছুটা কোনঠাসা সেভিয়াই যেনো ছেঁকে ধরে রিয়ালকে। গোলরক্ষক থিবো কোর্তোয়াকে তাই দিতে হয়েছে নিজ সামর্থ্যের প্রমাণ। ৫৫ মিনিটে অনেকটা ধারার বিপরীতেই গোল পায় রিয়াল। গোলটা করেন ভিনিসিয়াস জুনিয়র, যিনি প্রথমার্ধে ফাঁকা পোস্ট পেয়েও দলকে এগিয়ে দিতে ব্যর্থ হয়েছিলেন। ফেরলান্দ মন্ডির বাড়ানো বলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের করা শট সেভিয়া গোলরক্ষক ইয়াসিন বনো আয়ত্বে তো নিতে পারেনইনি, উলটো তার গায়ে লেগে ঢুকেছে জালে। ফলে স্কোরশীটেও ভিনিসিয়াসের জায়গায় উঠেছে তারই নাম।
তবে ভিনিসিয়াসের দাবি, গোলটা তারই। বললেন, ‘এটা আমার গোল অবশ্যই! শটটা আমি করেছিলাম!’ তবে জয়টা যে খুবই প্রয়োজন ছিলো সেটা একবাক্যে মেনে নিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার। বললেন, ‘আমাদের আত্মবিশ্বাসের জন্যেই খেলাটা বেশ প্রয়োজনীয় ছিলো। ভালো একটা দলের বিপক্ষে খেলার জন্যে জায়গাটা বেশ কঠিন। এমন কিছু ম্যাচ খেলেছি যেখানে ভালো খেলেও জয় পাইনি আমরা, আজ জিতলাম, নিজেদের নিয়ে কোনো সন্দেহ ছিলো না আমাদের।’
ভিনিসিয়াসের গোলের আগে পড়ে অবশ্য বেশ কবার সমস্যায় পড়তে হয় রিয়ালকে। প্রথমবার লুক ডি ইয়ং, আর শেষবার লুকাস ওক্যাম্পোসের ওভারহেড কিক রুখে দলকে বিপদমুক্ত করেন গোলরক্ষক কোর্তোয়া। তবে এছাড়া দল খেলেছে ভালোই, দাবি জিদানের। রিয়াল কোচের কথা, ‘তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট পেলাম আজ। কিন্তু এর বাইরে এটা এমন এক ম্যাচ ছিলো যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ভালো খেলেছি। দ্বিতীয়ার্ধে কিছুটা ভুগতে হয়েছে আমাদের, কিন্তু প্রথমার্ধটা আমাদের বেশ ভালো ছিলো। তারা এমন এক দল যারা আপনাকে বিপদে ফেলতে পারে, তাদের বিপক্ষে যোগ্য দল হিসেবেই জিতেছি আমরা।’
এই জয়ের ফলে ১১ ম্যাচ থেকে ২০ পয়েন্ট জিতে লা লিগার তৃতীয় স্থানে উঠে এসেছে রিয়াল।
এনইউ