স্কুল হ্যান্ডবলের ফাইনালে ভিকারুননিসা-সানিডেল

পোলার স্কুল হ্যান্ডবল বালক ও বালিকা উভয় বিভাগের ফাইনাল আগামীকাল মঙ্গলবার। শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে বালক বিভাগে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় সেন্ট গ্রেগরির এবং বালিকা বিভাগে ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ সানিডেলের সঙ্গে ফাইনাল খেলবে।
আজ সোমবার অনুষ্ঠিত বালক বিভাগের সেমিফাইনালে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ২৮-২৫ গোলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজকে এবং সেন্ট গ্রেগরি হাইস্কুল ২৬-২৩ গোলে সানিডেল স্কুলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
বালিকা বিভাগে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ২১-২ গোলে কদমতলা পূর্ব বাসাবো স্কুলকে এবং সানিডেল স্কুল ১৬-১২ গোলে শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজকে হারিয়ে ফাইনালে উঠে। আগামীকাল একই মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এজেড/এটি