কোচিং কোর্সে জামাল-মামুনুলরা

বর্তমান জাতীয় দল ও সদ্য সাবেক হওয়া ফুটবলাররা এএফসির এলিট কোচিং কোর্স করছেন। এই কোর্স করার তালিকায় রয়েছেন বর্তমান অধিনায়ক জামাল ভুইয়া, সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম,ওয়ালী ফয়সাল, আশরাফুল ইসলাম রানা,তৌহিদুল সবুজ সহ মোট দশ তারকা ফুটবলাররা।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম এখনো প্রিমিয়ার লিগ খেলছেন। এখনো মাঠে মনোযোগ থাকলেও এই কোচিং কোর্সের সুযোগ হাতছাড়া করতে চান না, ‘এটা দারুণ একটি সুযোগ জাতীয় ফুটবলারদের জন্য। এ রকম সুযোগ বিগত সময়ে আসেনি আবার সামনে নাও আসতে পারে। তাই এখনই কোচিং কোর্সটি করে রাখি, ভবিষ্যতে প্রয়োজনে কাজে লাগবে।’
জাতীয় ও প্রিমিয়ার লিগে খেলা ফুটবলাররা ম্যাচ এবং অনুশীলনে ব্যস্ত। এই ব্যস্ততার ফাকে ফাকে চলবে এই কোর্স। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ট্যাকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি এই কোর্সের তত্ত্বাবধায়ক। ইতোমধ্যে একটি অনলাইন ক্লাস হয়েছে। আগামীকাল কোর্সে অংশ নেয়া দশ ফুটবলার সশরীরে বাফুফে ভবনে একত্রিত হবেন। এই কোর্স শেষ করার সুনির্দিষ্ট কোনো সময়সীমা নেই। তত্ত্বাবধায়ক তার এবং কোর্সে অংশগ্রহণকারীদের সময় সুযোগ অনুযায়ী ছয় মাস এমনকি এক বছরেও এটি চালাতে পারেন।
যে কোনো দেশের ঘরোয়া সর্বোচ্চ লিগে ১৫০ ম্যাচ এবং জাতীয় দলে বেশ কয়েক বছর খেলা ফুটবলাররাই এই কোর্স করার সুযোগ পাচ্ছেন। এলিট কোচিং কোর্সের সনদপ্রাপ্তরা এ লাইসেন্স সমমানের ডিগ্রি পাবেন। এএফসি এ লাইসেন্স সমমানের ডিগ্রি পেতে যেখানে সি, বি দু’টি ডিগ্রি নিতে হয়। এজন্য অনেক সময়ও প্রয়োজন।
এশিয়ান ফুটবল কনফেডারেশন তারকা ফুটবলার ও জাতীয় ফুটবলাররা যেন ক্যারিয়ার শেষ করেই কোচিংয়ে আসতে পারেন সে লক্ষ্যে বিশেষ কোচিং কোর্স ‘এলিট প্লেয়ার, এলিট কোচিং কোর্স প্রোগ্রাম’ শুরু করেছে। এএফসি’র নতুন এই কর্মসূচি বাংলাদেশ এই বছরই বাস্তবায়ন করতে যাচ্ছে।
এজেড/এইচএমএ