ভারতের বিপক্ষে মাঠে নামার আগেই হাল ছেড়ে দিলেন পাক ক্রিকেটার!

গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের প্রতিশোধ নিতে ভারতকে অপেক্ষা করতে হয়েছে। এশিয়া কাপে সুযোগ পেয়েই সেই শোধ তুলে নিয়েছে তারা। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে প্রতিশোধের সুযোগের জন্য পাকিস্তানকে অবশ্য লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে না। রোববার রাতে এশিয়া কাপের সুপার ফোরে আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। তবে এই ম্যাচে প্রতিশোধের বুলি দূরের কথা, বরং আত্মবিশ্বাসের প্রচণ্ড ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে পাকিস্তান দলের মাঝে।
পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান কোনো রাখঢাক ছাড়াই জানিয়ে দিলেন, ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নয় তার দল। বরং প্রতিপক্ষের চেয়ে তারা বেশ পিছিয়ে আছেন বলেই মনে করছেন এই ওপেনার। আর আত্মবিশ্বাসে ঘাটতির কারণ হিসেবে তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির অনুপস্থিতির বিষয়টিকে সামনে এনেছেন রিজওয়ান, ‘সত্যি বলতে আমাদের দলে এখন যে বোলাররা রয়েছে তারা কেউ শাহিনের অভাব পূরণ করতে পারবে না। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ও কী করেছিল সেটা সবাই দেখেছে। শাহিনকে সবাই ভয় পায়। ও না থাকা আমাদের কাছে বড় ধাক্কা। শাহিন না থাকায় আমাদের বোলিং অনেক দুর্বল। ও না থাকায় ম্যাচ শুরু হওয়ার আগেই আমরা পিছিয়ে পড়ছি।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভারত-বধের অন্যতম মুখ্য চরিত্র ছিলেন শাহিন। সেই ম্যাচে ভারতের টপ অর্ডারকে একাই ধসিয়ে দিয়েছিলেন এই তরুণ তুর্কি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হাঁটুতে চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যান এই পেসার।
এশিয়া কাপ শুরুর আগে দলের মূল স্ট্রাইক বোলারের চোট পাকিস্তানকে অনেকটা পিছিয়ে দিয়েছে বলে মত রিজওয়ানের, ‘‘গত এক-দুই বছরে শাহিন যা বল করেছে তাতে ওর ধারেকাছে কেউ নেই। আমরা এখনই আর একটা শাহিন পাব না।’
এশিয়া কাপে খেলতে না পারলেও শাহিন এখন দলের সঙ্গে দুবাইয়ে অবস্থান করছেন। সেখানে চলছে তার পুনর্বাসন কার্যক্রম।
রোববার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান।
এইচএমএ/এটি