কাবাডি লিগের ‘নতুন’ যাত্রা

বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। গত কয়েক বছরে জাতীয় খেলার এই ফেডারেশনটি ভিন্ন কার্যক্রমে রয়েছে পরিকল্পনা ও নতুনত্ব। বুধবার (১৪ সেপ্টেম্বর) শুরু হওয়া প্রিমিয়ার লিগ কাবাডিতেও রয়েছে ভিন্নতা।
এবারের কাবাডি লিগে খেলবেন বিদেশি খেলোয়াড়। দলগুলো চাইলে পাঁচ জনকে খেলাতে পারবে। ইতোমধ্যে দু’টি ক্লাব বিদেশি খেলোয়াড় এনেছে। ভারত ও কেনিয়া থেকে এসেছেন সেই খেলোয়াড়রা।
প্রিমিয়ার লিগ কাবাডিতে বিদেশি খেলোয়াড় বাংলাদেশে সর্বশেষ কবে খেলেছেন- এর সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। কেউ বলছেন, একবার সোনালী ব্যাংক ভারতীয় খেলোয়াড় এনেছিল। আবার অনেকে বিদেশি খেলোয়াড় এসেছে বলে মনে করতে পারছেন না। তবে অনেক দিন পর বিদেশি খেলোয়াড় প্রিমিয়ার কাবাডিতে যে নতুনত্ব দিচ্ছে সে বিষয়ে সবাই একমত।
১৪ সেপ্টেম্বর শুরু হওয়া লিগ শেষ হবে ৩০ সেপ্টেম্বর। লিগ হলেও তিনটি গ্রুপে খেলা হবে। ক গ্রুপে রয়েছে নৌ-বাহিনী, জেল, ওয়ান্ডারার্স, ইনস্টিটিউট অব কাবাডি ও শহীদ মোজাফফর স্মৃতি সংসদ। খ গ্রুপে পুলিশ, আজাদ স্পোর্টিং, স্টার স্পোর্টস ও জুরাইন জনতা। গ গ্রুপে রয়েছে বিমান বাহিনী, বিজিবি , ফায়ার সার্ভিস, অক্সফোর্ড প্রিমিয়ার ক্লাব ও দিয়া স্পোর্টস ক্লাব।
আজ বিকেলে পল্টনের কাবাডি ফেডারেশনে এই লিগের উদ্বোধনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদকসহ ফেডারেশন ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের অনেকে।
এজেড/এমএইচএস