চোখের জলে তার বিদায়

ঢাকা আবাহনী ও কিংসের অধিনায়কের সঙ্গে টস করছেন রেফারি সুজিত ব্যানার্জী চন্দন। টস করে মাঠ থেকে চোখের জল ফেলে বেরিয়ে গেলেন দেশের সাবেক ফিফা রেফারি চন্দন। ডাগ আউটের পেছনে ফুটবল সংশ্লিষ্টদের ভিড়। এই ম্যাচের টসের মাধ্যমে নিজের রেফারিং ক্যারিয়ারের ইতি টানলেন চন্দন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ অনেক ক্রীড়া সংস্থা চন্দনকে বিদায় জানান। বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও রেফারিজ কমিটির নতুন চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদিও চন্দনের বিদায়ের সময় উপস্থিত ছিলেন।
চন্দনের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘সে (চন্দন) দেশের শীর্ষ একজন রেফারি। রেফারিং থেকে অবসর নিলেও আশা করি বাকি সময় ফুটবল ও রেফারিংয়ের কাজেই থাকবে।’
সুজিত ব্যানার্জী চন্দন বিদায় বেলায় বলেন, ‘ফুটবলার ছিলাম। ফুটবলার থেকে অবসর নেওয়ার পর রেফারিংয়ে ছিলাম। এখান থেকেও অবসর নিলাম। বাকি জীবন ফুটবলের সঙ্গেই থাকব। ফুটবল থেকে অবসর নেয়ার সুযোগ নেই।’
এজেড/এমএইচ