বার্সেলোনাকে না বললেন মেসির আর্জেন্টিনা সতীর্থ

লুই সুয়ারেজের উত্তরসূরির খোঁজে অনেক আগেই বাজারে নেমেছিল বার্সেলোনা। এক মৌসুম আগে লিওনেল মেসির আর্জেন্টিনা সতীর্থ লাওতারো মার্টিনেজে চোখ পড়েছিল দলটির। তবে শেষমেশ আর কাতালানদের ডেরায় যোগ দেয়া হয়নি লাওতারোর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে দুয়ার অনেকটাই বন্ধ করে দিয়ে বার্সাকে না বললেন তিনি।
ইন্টার মিলান থেকে লাওতারোর বার্সেলোনায় যোগ দেওয়ার পথে বাধা ছিল তার চড়া মূল্য। আর্জেন্টাইন এই স্ট্রাইকারের জন্য ১০০ মিলিয়ন ইউরোর আশেপাশে দাম হাঁকিয়েছিল ইন্টার, গুঞ্জন ইউরোপীয় সংবাদ মাধ্যমে। এর আগ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কেবল দলবদলের অর্থেই ঠেকে গেছে লাওতারোর বার্সেলোনায় আসা।
সম্প্রতি লা গ্যাজেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে লাওতারোও জানালেন সে কথা। বললেন, ‘আমরা এর কাজ করছিলাম, আর এগোচ্ছিলাম ঠিক পথেই। আমি আপনাকে বলতে পারবো না আমি সেই ক্লাবের কতটা কাছাকাছি ছিলাম। কিন্তু (আন্তনিও) কন্তে খুবই পরিষ্কার ছিলেন, যদি আমি এখানে থাকি, এটা একটা অঙ্গীকার।’
তবে সেসব দিনে একেবারে পেছনে ফেলে এসেছেন। অদূর ভবিষ্যতে ক্লাব ইন্টার মিলানকে ছাড়ার সম্ভাবনা নেই তার, জানালেন লাওতারো। বললেন, ‘এখন সেটা অতীত হয়ে গেছে। ইন্টারে আমার চুক্তি নবায়ন করতে যাচ্ছি আমি। আর এখানে অনেক বছর ধরেই থাকব আমি।’
রোমেলু লুকাকু গেল মৌসুমের শুরুতে ম্যানইউ থেকে পাড়ি জমিয়েছেন ইন্টারে। এরপর থেকেই বেশ সখ্যতা দু’জনের। এ কারণেই হয়তো বার্সাকে না বলে থেকে গিয়েছেন মিলানেই। লাওতারোর ভাষ্য, ‘আমাদের শৈশবটা একই রকম ও কঠিন কেটেছে। আমরা সবসময়ই জেনে এসেছি যে অন্যদের চেয়েও ভালো করতে হলে আমাদের আরও বেশি কিছু করতে হবে মাঠে। আর খেলতে নামলে মাঠে সে নির্দেশনাটাই মেনে চলার চেষ্টা করি আমরা।’
চলতি মৌসুমে ইন্টার প্রায় দশ বছর পর লিগ জেতার সুবর্ণ সুযোগ পেয়েছে। ২৪ ম্যাচ শেষে আছে লিগের শীর্ষে, দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের সঙ্গে পয়েন্ট ব্যবধান চার। দলের এমন উত্থানও আর্জেন্টাইন স্ট্রাইকারকে ইন্টারে থাকতে উদ্বুদ্ধ করছে, ধারণা ইউরোপীয় সংবাদ মাধ্যমে।
এনইউ/এটি