প্রধানমন্ত্রীও খোঁজ রেখেছেন সাবিনাদের

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত ক্রীড়ামোদী। তিনি ক্রীড়াঙ্গনের সকল সাফল্যে উৎসাহ দেন ও অনুপ্রেরণা যোগান। বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ জয়ে যে তিনি আনন্দিতই হয়েছেন, তা বলাই বাহুল্য।
আজ কয়েকবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে প্রধানমন্ত্রী মেসেজ দিয়েছেন বলে জানিয়েছেন, ‘আমরা যখন বিমানবন্দর থেকে রওনা হই তখন আমেরিকায় ভোর। সেই সময় প্রধানমন্ত্রীকে আমাকে মেসেজ দিয়েছে। মেয়েদের খোঁজ খবর নিয়েছেন। ’প্রধানমন্ত্রী আমেরিকায় ব্যস্ত সফরে থাকলেও কয়েকটি মেসেজ দিয়েছেন বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
আজকের দিনটিকে ক্রীড়া প্রতিমন্ত্রী তার জীবদ্দশায় অন্যতম স্মরণীয় দিন হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘মানুষের এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এর আগে আমি কখনো দেখিনি। সবাই নারী দলকে অভ্যর্থনা জানাতে পেরে খুশি হয়েছে।’
প্রতিমন্ত্রী নিজে ছাদ খোলা বাসের ব্যবস্থা করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে ৪৫০ কোটি টাকার একটি প্রকল্প দিয়েছে। নারী ফুটবলের এই সাফল্যের পর ফুটবলের দিকে আরো নজর দেবেন কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা এই প্রকল্প নিয়ে কাজ করছি। ইতোমধ্যে কয়েকটি সভা হয়েছে। আমরা চারটি জেলা বাছাই করেছি একাডেমির জন্য। সেই হিসেবে কাজ চলছে। এই প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয় যাবে। নারী দলের এই সাফল্যের পর অবশ্যই বাড়তি মনোযোগ পাবে।’
বিমানবন্দরের মতো বাফুফে ভবনেও সংবাদ সম্মেলন দেরি হয়েছে। প্রায় আধ ঘণ্টা দেরিতে শুরু হওয়া সম্মেলনে নারী দল, বাফুফে কর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও।
এজেড/এনইউ