সালাউদ্দিনের দৃষ্টিতে সাবিনা ‘গ্রেট’

কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি হলেও তার বড় পরিচয় সাবেক জাতীয় ফুটবলার। শুধু সাবেক তারকা ফুটবলারই নন, বাংলাদেশের অন্যতম কিংবদন্তিও বটে। তর্কযোগ্যভাবে বাংলাদেশের সর্বকালের সেরা স্ট্রাইকারও বলা হয় তাকে।
সেই সালাউদ্দিনের সঙ্গে অনেক মিল রয়েছে জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনের। সালাউদ্দিনও জাতীয় দলের অধিনায়ক ছিলেন, সাবিনাও অধিনায়কত্ব করছেন। দুই জনই প্রথম দেশের বাইরে প্রথম লিগ খেলেছেন। দুই জন দুই প্রজন্মের বয়সের ব্যবধান বিস্তর হলেও অনেক কিছুতেই তাদের এক বিন্দুতে দাঁড় করিয়েছে।
সাবিনা নারী দলকে সাফ শিরোপা জিতিয়ে এখন নারী ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত মুখ। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের দৃষ্টিতে খেলোয়াড় সাবিনা গ্রেট, ‘এক কথায় বলতে গেলে সে একজন গ্রেট খেলোয়াড়। বাংলাদেশে জন্ম নেয়া অন্যতম সেরা খেলোয়াড় সে।’
শুধু খেলোয়াড় সাবিনার প্রশংসা করেননি অধিনায়ক সাবিনাও তার দৃষ্টিতে এগিয়ে, ‘সে দারুণভাবে দলকে নেতৃত্ব দেয়। বাচ্চা মেয়েদের সে সুন্দরভাবে নার্সিং করে। নিজেও দারুণ খেলে, দলকেও নেতৃত্ব দেয়।’
কোচ গোলাম রব্বানী ছোটনকে তিনি অত্যন্ত সৌভাগ্যবান বলেছেন, ‘ছোটন খুবই সৌভাগ্যবান যে সে সাবিনার মতো একজন খেলোয়াড় পেয়েছে।’
এজেড/এনইউ