অভিযুক্ত দুই দলের ম্যাচে গোল বন্যা

ফিক্সিংয়ের খড়গ ঝুলছে আরামবাগ ক্রীড়া সংঘ ও ব্রাদার্স ইউনিয়ন দুই ক্লাবের ওপর। সেই দুই ক্লাব আজ (রোববার) সন্ধ্যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে একে অন্যের মুখোমুখি হয়েছিল। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গোপীবাগের দলটি ৫-২ গোলের বড় ব্যবধানে হারায় মতিঝিল পাড়ার ক্লাবটিকে।
টেবিলের তলানিতেই দুই দলের অবস্থান। এর আগে একটি ম্যাচেও জেতেনি আরামবাগ ও ব্রাদার্স। রেলিগেশন এড়াতে দুই দলেরই জয়ের প্রয়োজন ছিল। ম্যাচ জিতে সেক্ষেত্রে আরামবাগকে পেছনে ফেলে এগিয়ে গেল ব্রাদার্স। ১১ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১২ তম অবস্থানে ব্রাদার্স আর সমান ম্যাচে এক পয়েন্ট নিয়ে আরামবাগ সবার শেষে।
ম্যাচের শুরুতেই এগিয়ে ছিল আরামবাগই। ১০ মিনিটে পেনাল্টি থেকে ঘানার মিডফিল্ডার ইব্রাহিম মোরোর গোলে এগিয়ে যায় মতিঝিল পাড়ার দলটি। প্রথমার্ধের শেষ মিনিটে সেই গোল শোধ দিয়ে ম্যাচে সমতা আনেন ব্রাদার্সের মিডফিল্ডার ফয়সাল মাহমুদ।
মিনিট দশেক পর এবার ব্রাদার্সকে এগিয়ে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড স্যামসন ইলিয়াসু। ৫৭ মিনিটে সেই গোল শোধ দিয়ে ম্যাচ সমতায় ফেরান আরামবাগের ফরোয়ার্ড নিজাত জামান উচ্ছ্বাস। পরের সময়টা শুধুই গোপীবাগের দলটির। ৬১ মিনিটে কঙ্গোর ফরোয়ার্ড সিও জোনপিওর গোলে ফের এগিয়ে যায় ব্রাদার্স। মিনিট দশেক পর সেই ফয়সাল মাহমুদ আরও এগিয়ে দেন ব্রাদার্সকে। ম্যাচের অন্তিম সময়ে আরামবাগের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বদলি মিডফিল্ডার মেজবাহ উদ্দিন।
এজেড/এমএইচ