এশিয়া কাপের সূচিতে পরিবর্তন আসেনি, তবে...

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জোর সম্ভাবনা আছে ভারতের। জুনে অনুষ্ঠেয় এই ফাইনাল যদি শেষমেশ নিশ্চিতই করে ফেলে ভারত, সেক্ষেত্রে এশিয়া কাপ পড়ে যাবে ধোঁয়াশায়, এমনটা জানিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট প্রধান এহসান মানি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরি জানালেন, এখনো আগের সূচিতেই আছে এশিয়া কাপ, কোনো পরিবর্তন আসেনি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এরই মাঝে পৌঁছে গেছে নিউজিল্যান্ড। তবে তাদের প্রতিপক্ষ কে হবে, তা এখনো নিশ্চিত হয়নি এখনো। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তা নিশ্চিত হবে ইংল্যান্ড-ভারত চতুর্থ ও শেষ টেস্টের ফলাফল আসার পর।
সিরিজের তৃতীয় টেস্টটা হেরে ইংল্যান্ড ইতোমধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে। শেষ টেস্টটা তাই ভারত-ইংল্যান্ডের লড়াই হলেও বিরাট কোহলিদের হার কামনা করবে অস্ট্রেলিয়াও। ভারত হারলে তবেই যে ফাইনালে খেলতে পারবে অজিরা!
তবে হার এড়িয়ে ভারত ফাইনালে উঠে গেলে কপাল পুড়বে অস্ট্রেলিয়ার, সঙ্গে এশিয়া কাপেরও। পাকিস্তান বোর্ডের সভাপতি এহসান মানি জানিয়েছিলেন, ভারতকে ছাড়া আয়োজন হবে না এশিয়া কাপের। বলেছিলেন, ‘গত বছর হওয়ার কথা ছিল এশিয়া কাপ, কিন্তু সেটা এই বছরে পিছিয়ে আনা হয়েছে। এখন মনে হচ্ছে, এই বছরও এশিয়া কাপ হবে না যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জুনে।’ এই সাংঘর্ষিক সূচির জন্যে এশিয়া কাপ ২০২৩ সাল পর্যন্ত পিছিয়ে যাওয়ার শঙ্কাও আছে বলে জানিয়েছিলেন মানি।
তবে বিসিবির প্রধান কার্যনির্বাহী জানিয়েছেন তেমন কিছু এখনই ঘটছে না। বলেছেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কে খেলবে, তা এখনো নিশ্চিত হয়নি। একটা টেস্ট সিরিজ চলছে যাতে নির্ভর করছে কারা ফাইনালে খেলবে। তার আগ পর্যন্ত এশিয়া কাপের সূচিতে পরিবর্তন আসছে না। টুর্নামেন্টের স্লটটা এই মুহূর্তে যেমন ছিল, তেমনই আছে।’ তবে ভারত শেষমেশ যদি ফাইনাল নিশ্চিতই করে ফেলে তখন টুর্নামেন্টের চলতি বছরের আসরের পরিণতি কী হবে তা জানাননি বিসিবির প্রধান কার্যনির্বাহী।
এনইউ