বার্সার সঙ্গে ‘অবিচার’ হয়েছে

চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বে টানা দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখলো বার্সেলোনা। বায়ার্নের পর ইন্টার মিলানের বিপক্ষে হেরে এবার নক আউটের দৌড়ে অনেক পিছিয়ে গেলো জাভি হার্নান্দেজের দল। তবে স্যান সিরোর ম্যাচ নিয়ে অনেক অভিযোগ রয়েছে বার্সা কোচ জাভি হার্নান্দেজের। স্প্যানিশ কোচের মতে, এ ম্যাচে বার্সার সাথে অবিচার করা হয়েছে।
মঙ্গলবার রাতের ম্যাচে ইন্টারের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে বার্সা। তবে জালে কিন্তু একবার বল জড়িয়েছিল জাভির শিষ্যরাও। তবে ৬৬তম মিনিটে করা পেদ্রির সে গোল আনসু ফাতির হ্যান্ডবলের কারণে বাতিল হয়ে যায়। অথচ তবে ভিডিও রিপ্লেতে দিয়ে দেখা যায়, ফাতির হ্যান্ডবল একেবারেই অনিচ্ছাকৃত, এড়ানোর উপায় ছিল না।
এখানেই শেষ নয়। অতিরিক্ত সময়ে ইন্টারের বক্সে ডিফেন্ডার ডেঞ্জেল ডামফ্রিসের হাতে বল লাগলে পেনাল্টির আবেদন জানায় বার্সা। কিন্তু ভিএআরের সাহায্য নিয়ে সে আবেদন নাকচ করে দেন রেফারি।
এ দুই ঘটনার পরেই চটেছেন বার্সা কোচ। রাগ, ক্ষোভ ঝেড়েছেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। এমন সিদ্ধান্তের ব্যাখ্যাও চেয়েছেন মাঠে দায়িত্বরত রেফারির কাছে।
এ প্রসঙ্গে জাভি বলেন, ‘যদি জিজ্ঞেস করেন কেমন আছি, বলব রেগে আছি। কিছুই বুঝতে পারছি না। আনসু হ্যান্ডবল করলেও গোলটা করেছে অন্য একজন। এটা গোল। কিন্তু বাতিল করে দেওয়া হলো। আরেকটি সিদ্ধান্তও বুঝতে পারিনি। খোলাখুলি বলছি, এটা অবিচার। রেফারির মুখ খোলা উচিত।’
তিনি আরও বলেন, ‘যা দেখেছি, রাগ লাগছে। এটা অবিচার। গত সোমবারও বলেছি আবারও বলছি, রেফারিদের নিজেদের সিদ্ধান্ত ব্যাখ্যা করতে হবে। কারণ আমি কিছুই বুঝিনি। ম্যাচ শেষে রেফারি আমাকে এ নিয়ে কিছু বলতে চাননি। কিন্তু তাদের কথা বলতে হবে। যে সিদ্ধান্ত নিজে দিইনি, তা নিয়ে আমি কথা বলতে পারি না।’
এনইআর