ফুটবলার বাদল রায়ের নামে ফাউন্ডেশন

গত মাসেই চলে গেছেন সাবেক তারকা ফুটবলার ও বিশিষ্ট সংগঠক বাদল রায়। তিনি নেই তবে তার প্রিয় মোহামেডান ক্লাব তাকে ভুলেনি। মঙ্গলবার দুপুরে ক্লাব প্রাঙ্গনে আসন্ন ফুটবল মৌসুমে অধিনায়কের ব্যাজ প্রদান ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বাদল রায়ের মেয়ে গঙ্গোত্রি রায় (বৃষ্টি) ও অভিরুপ রায় (বর্ণ)।
বাদল রায়ের ছেলে ও মেয়েকে ক্লাবের মাফলার পরিয়ে দেন সাবেক তারকা ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি ও সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির।
ক্লাবের এই অনুষ্ঠানে বাদল রায়ের মেয়ে গঙ্গোত্রি রায় ঘোষণা দেন, ‘বাবা আমাদের ছেড়ে চলে গেছেন আজ এক মাস। প্রতিদিনই কেউ না কেউ বলেন, বাদল দা আমাদের ছায়া হিসেবে ছিলেন। আমরা সেই সব মানুষদের পাশে থাকার জন্য বাদল ফাউন্ডেশন করব। যে ফাউন্ডেশনের মাধ্যমে যতটুকু সম্ভব মানুষের পাশে দাড়ানো যায়।’
বাদল রায়ের মেয়ের এই ঘোষণার সঙ্গে মোহামেডান ক্লাবের কর্মকর্তারা সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন। মোহামেডানের স্থায়ী সদস্য ও ফুটবল দলের দলনেতা আবু হাসান চৌধুরি প্রিন্স বলেন, ‘মোহামেডান ক্লাব যতদিন থাকবে, বাদল দা’র স্মৃতি থাকবে। বাদল ফাউন্ডেশনের মাধ্যমে মোহামেডান ক্লাব ও ফুটবলের উন্নয়ন করব আমরা। বাদল ফাউন্ডেশনের সাথে আমরা সবাই থাকব।’
এজেড/এটি/এমএইচ