এশিয়া কাপ ফাইনাল দেখতে বাংলাদেশে আসবেন সৌরভ গাঙ্গুলি?

গেল কয়েকদিন ধরে মিডিয়া পাড়ার খবর নারী এশিয়া কাপের ফাইনাল ম্যাচ দেখতে বাংলাদেশে আসছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সেক্রেটারি জয় শাহ। তবে এ ধরনের গুঞ্জন স্রেফ উড়িয়ে দিলেন বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। জানালেন, গণমাধ্যমে দেখেছেন সৌরভের বাংলাদেশ সফরে আসার খবর, তবে এখন পর্যন্ত অফিসিয়ালি কিছু জানে না বিসিবি।
আজ বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ নারী দলের খেলা দেখতে উপস্থিত হন টিটু। খেলা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির মিডিয়া বিভাগের এই প্রধান কর্তা। জানালেন যদি সৌরভ এবং জয় আসে তাহলে আয়োজন করা নিয়ে কোনো সমস্যা হবে না।
এ নিয়ে টিটু বলেন, ‘আনুষ্ঠানিকভাবে, সত্যি বলতে কি, আনুষ্ঠানিকভাবে আমরা এখনো এ ব্যাপারে জানিনি। তারা আসছেন কি না, আমাদের কাছে এখন পর্যন্ত এ ধরনের কোন তথ্য আসেনি। আমরাও শুনেছি, বেশ কয়েকটা মিডিয়ায় আমরা শুনেছি বিশেষ করে।'
টিটু আরো যোগ করেন, ‘তবে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত সে ধরনের কোন কনফারমেশন আমরা পাইনি। কারণ সৌরভ গাঙ্গুৃলির আসার কথা যদি তারা আসতে চান যে কোনো মুহুর্তে চলে আসেন। আমাদের প্রস্তুতিটা আমরা নিয়ে রাখবো।’
বিসিসিআইয়ের শীর্ষ দুই কর্তা যদি আসেন তাহলে তাদের বরণ করা নিয়েও কোনো সমস্যা দেখছেন না টিটু। যদিও অফিসিয়ালি বিসিবি এখনো কিছু জানেনা বললেন মিডিয়া বিভাগের এই প্রধান ব্যক্তি।
টিটু বলেন, ‘এতটুকু শুধু বলতে পারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তরফ থেকে তাদেরকে নিয়ে এসে বরণ করা বা আয়োজন করা সেটির আমাদের কোনো সমস্যা হবে না। অফিসিয়ালি আমরা এখনো পর্যন্ত কিছু পাইনি।’
এসএইচ/এনইউ/এটি