ফ্র্যাঞ্চাইজি হকির ড্রাফট সোমবার

ক্রিকেটের মতো ঘরোয়া হকিতেও হচ্ছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের খেলোয়াড় ড্রাফট আগামী সোমবার ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। রাজধানীর অভিজাত এক সামাজিক ক্লাবে এই ড্রাফট অনুষ্ঠান সম্পন্ন হবে।
১০ অক্টোবর ড্রাফট অনুষ্ঠানে আইকন, এ প্লাস, বি সহ বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড় ড্রাফট হবে। সকল ড্রাফটের আকর্ষণ থাকে আইকন নিয়ে।
এই সম্পর্কে বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ বলেন, ‘জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে থেকে আইকন হবে। কোন ৬ জন আইকন হবে সেটা ড্রাফটের দিনই নির্ধারিত হবে। ৬ জন আইকন ড্রাফটের পর জাতীয় দলের অবশিষ্ট খেলোয়াড়েরা এ প্লাস ক্যাটাগরিতে থাকবেন।’
অক্টোবরের শেষ সপ্তাহে এই হকি টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। ছয়টি ফ্র্যাঞ্চাইজি এই লিগে অংশ নেবে। ফ্র্যাঞ্চাইজিগুলো ইতোমধ্যে তাদের লোগো প্রকাশ করেছে।
এজেড/এনইউ