সাকিবের দলে জায়গা পেলেন তার রুমমেট

ফ্র্যাঞ্চাইজি হকি লিগের লোগো উন্মোচন অনুষ্ঠানে এসেছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। অনুষ্ঠানে সাকিব তার বিকেএসপির রুমমেট ইমরান হাসান পিন্টুর কথা বলেছিলেন। আজ টুর্নামেন্টের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠানে ডিফেন্ডার ইমরান হাসান পিন্টুকে নিয়েছে সাকিবের দল মোনার্ক মার্ট পদ্মা ডিফেন্ডার।
হকির ফ্র্যাঞ্চাইজি লিগে জাতীয় দলের সাবেক তারকাদের নিয়ে করা হয়েছে এ প্লাস ক্যাটাগরি। এ প্লাস ক্যাটাগরি থেকে প্রতিটি দল একজন খেলোয়াড় নিয়েছে। সাকিবের দল মোনাক মার্ট পদ্মা ডিফেন্ডার ইমরান হাসান পিন্টুকে নিয়েছে। সাকিব হকিতে দল নেয়ার পরই তার রুমমেট পিন্টু সেই দলে খেলার আশা ব্যক্ত করেছিলেন। ড্রাফটে সেই আশা পূরণ হয়েছে।
রাজধানীর একটি অভিজাত ক্লাবে অনুষ্ঠিত হয়েছে খেলোয়াড়দের ড্রাফট। আইকন, দেশি, বিদেশি, এ প্লাস ও এ- এসব ক্যাটাগরির ড্রাফট সম্পন্ন হয় শুরুতে। এ প্লাস ক্যাটাগরিতে থাকা জাতীয় দলের সাবেক অধিনায়ক শুরুতে অবিক্রীত থাকায় বি ক্যাটাগরিতে নেমে গেছেন।
আইকন ক্যাটাগরিতে থাকা আরশাদ হোসেনও ছিলেন অবিক্রীত। ফলে তিনিও আইকন থেকে বি’তে নেমে গেছেন।
এজেড/এনইআর