আফগানিস্তানের বিপক্ষে টেস্টে দাপট দেখাচ্ছে জিম্বাবুয়ে

নতুন বলে ঔজ্জ্বল্য ছড়ালেন ব্লেসিং মুজারাবানি। তাতে ধস নামলো আফগানিস্তানের ইনিংসে। এরপর জিম্বাবুয়ের ইনিংসের হাল ধরলেন অধিনায়ক শেন উইলিয়ামসন। হাঁকালেন হাফ সেঞ্চুুরি। তাতে প্রথম দিনেই লিড পেল জিম্বাবুয়ে।
আবুধাবিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মঙ্গলবার মুখোমুখি হয় আফগানিস্তান ও জিম্বাবুয়ে। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক আসগার আফগান। ইনিংসের শুরুতেই ধাক্কা খায় তারা। স্কোরকার্ডে কোনো রান জমা না করেই মুজারাবানির বলে সাজঘরে ফেরত যান ওপেনার আব্দুল মালিক।
শেষ পর্যন্ত আর সে ধাক্কা সামলাতে পারেননি আফগানিস্তানের ব্যাটসম্যানরা। ওপেনার ইবরাহিম জাদরান ও আফসার জাজাই ছাড়া কেউই বলার মতো সংগ্রহ গড়তে পারেননি। ৪১ বলে ৩১ রান করে নুয়াওচির বলে সাজঘরে ফেরত যান ইবরাহিম। ৭০ বলে ছয় চারে ৩৭ রান করে আউট হন আফসার।
প্রথম ইনিংসে আফগানরা অলআউট হয় ১৩১ রানে। ১২ ওভার বল করে ৪৮ রান দিয়ে চার উইকেট নেন ব্লেসিং মুজারাবানি, ১০ ওভারে ৩৪ রান দিয়ে তিন উইকেট নেন ভিক্টর নুওয়াচি।
জবাব দিতে নেমে শুরুতে বিপদে পড়েছিল জিম্বাবুয়েও। পঞ্চাশ রান তোলার আগেই হারিয়ে ফেলেছিল চার উইকেট। তবে সেটা ভালোভাবেই সামাল দিয়েছেন অধিনায়ক শেন উইলিয়ামস ও সিকান্দার রাজা। ৬২ বলে ৪৩ রান করে রাজা আউট হলেও ফিফটি করে অপরাজিত আছেন উইলিয়ামস।
৫ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে দিনশেষ করেছে জিম্বাবুয়ে। ৭৮ বলে ৫৪ রান দিয়ে উইলিয়ামস ও ২০ বলে ৮ রান করে দ্বিতীয় দিন শুরু করবেন রায়ান বার্ল।
এমএইচ